প্রসেনজিৎ ধর, কলকাতা :- আদালতের অনুমতিতে হাওড়ায় অনুষ্ঠিত অঞ্জনিপুত্র সেনার রামনবমীর মিছিলে অংশগ্রহণ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। নৃসিংহ মন্দির থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই মিছিল ঘিরে উন্মাদনা ছিল চরমে। মিছিল শেষে হুঙ্কার ছেড়ে সুকান্তবাবু বলেন, যারা রামনবমীর মিছিলে বাধা দেবে তাদের বুকের ওপর দিয়ে হেঁটে প্রতিবার মিছিল করব।সকাল থেকেই রাজ্যের নানা প্রান্তে রামনবমীর মিছিল বেরিয়েছে। বহু জায়গায় ধাতব অস্ত্রের সঙ্গে প্লাস্টিকের অস্ত্রও দেখা গেছে। এছাড়া খেলনা বন্দুকও রয়েছে অনেকের হাতে। সব মিলিয়ে রবিবার কার্যত গেরুয়া রঙে ছেয়ে গেছে রাজ্য। অনেক জায়গার মতো হাওড়াতেও রামনবমীর মিছিল হয় এবং তাতে যোগ দিয়েছিলেন সুকান্ত মজুমদার। গতবার এই অঞ্চলে মিছিলে হামলার ঘটনা ঘটেছিল। সেই প্রসঙ্গ টেনেই তিনি বলেন, ”গতবার যারা পাথর মেরেছিল, এবার তাদের বুকের ওপর দিয়ে হেঁটে আমরা রামনবমী করেছি। আমাদের যারা বাধা দেবে তাদের উচিত শিক্ষা এভাবেই দেওয়া হবে।” মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্তবাবু বলেন, গতবার রামনবমীর মিছিলে এখানে হামলা হয়েছিল। তার পর হাওড়ার হিন্দু সমাজ কোমর বেঁধে ছিল যে তারা এবার শক্তি দিয়ে রামনবমীর মিছিল করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ মিছিল করতে দেওয়া হবে না, কাজিপাড়ার মধ্যে দিয়ে রামনবমীর মিছিল না করতে দেওয়ার চেষ্টা করেছিল। আদালতের নির্দেশে এখানে মিছিল হয়েছে। আর গতবার যারা পাথর মেরেছিল এবার তাদের বুকের ওপর দিয়ে হেঁটে আমরা রামনবমী করেছি। প্রতিবার আমরা তাদের বুকের ওপর রামনবমী করব। যারা বাধা দেবে তাদের উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা হিন্দুরা জানে।
