Breaking News

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে জঙ্গিপুরে জাকির!ওয়াকফ নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা :-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জঙ্গিপুরের ‘অশান্ত’ এলাকাগুলিতে গেলেন স্থানীয় বিধায়ক জাকির হোসেন। মঙ্গলবারের পর বুধবার দুপুর থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায়। তার মধ্যে রয়েছে জঙ্গিপুর। সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে বৈঠক করেন তৃণমূল বিধায়ক জাকির। কোনও প্ররোচনায় পা না দিয়ে শান্তি বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন করেন তিনি। জাকিরের কথায়, ‘‘মন্দির, মসজিদ ভাঙা হলে আন্দোলন হবে। তেমনই ওয়াকফ নিয়েও আন্দোলন হবে। দল (তৃণমূল) আছে। আমরা আছি। সকলকে অনুরোধ জানাচ্ছি, কোনও প্ররোচনায় পা দেবেন না। শান্তি বজায় রাখুন।’’
ওয়াকফ (সংশোধিত) আইনের বিরোধিতায় জায়গায় জায়গায় বিক্ষোভ করছেন সংখ্যালঘুরা। মঙ্গলবার বিকেলে জঙ্গিপুরে একটি বিক্ষোভ কর্মসূচিতে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তার পর বিস্তীর্ণ এলাকায় ১৬৩ ধারা জারি করে প্রশাসন। কিন্তু বুধবার বেলা থেকে আবার উত্তেজনা ছড়ায় এলাকায়। তা জানতে পেরে জাকিরকে এলাকায় গিয়ে শান্তি ফেরাতে পদক্ষেপ করতে বলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশমাফিক স্থানীয়দের সঙ্গে বৈঠক করেন জাকির। সকলের সঙ্গে কথাবার্তার পর বিধায়ক বলেন, ‘‘আমরা প্রতিবাদ করব। মুখ্যমন্ত্রী মানুষের পাশে আছেন। আমরা আছি। কোনও দরকার হলে আমাকে বলুন। কিন্তু প্ররোচনায় পা দেবেন না।’’
অন্য দিকে, মুর্শিদাবাদের এসপি ও ডিআইজি পদাধিকারীদের নেতৃত্বে রঘুনাথগঞ্জ শহর এলাকা এবং বীরভূম-ওমরপুর সড়কে টহল দেয় পুলিশবাহিনী। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে দাবি করেছে পুলিশ। এখন মুর্শিদাবাদ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে পুলিশ ও প্রশাসন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *