Breaking News

নেতাজি ইন্ডোরে মমতার কাছে জানিয়েছিলেন চাকরি খোয়ানোর যন্ত্রণা!চাকরিহারা শিক্ষক ধৃতীশ ও মেহেবুব, তাঁরাও কসবায় পুলিশের লাঠির মুখে

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :-দিনদুয়েক আগে নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রীর সামনে মঞ্চে দাঁড়িয়ে নিজেদের দুর্দশার কথা জানিয়েছিলেন মেহবুব মণ্ডল, ধৃতেশরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পেয়েছেন আশ্বাস। তবে সেই আশ্বাসের পরেও ডিআই অফিস অভিযানে অংশ নেয় চাকরিহারাদের একাংশ। সেই দলেই ছিলেন মেহবুব মণ্ডল, ধৃতেশরাও। অভিযোগ, কসবায় পুলিশের লাঠি ঘা-ও সহ্য করতে হয় তাঁদের।গত সপ্তাহেই সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পরে সোমবার নেতাজি ইনডোরে চাকরিহারাদের সভায় যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি। কিন্তু চাকরিহারাদের একটা বড় অংশ সেই আশ্বাসে ভরসা করতে পারেননি। ফলে বাড়তে থাকে বিক্ষোভ। এরপরেই বুধবার সকাল থেকে জেলায় জেলায় বিক্ষোভে নামেন তাঁরা। ঘেরাও করে ডিআই অফিস। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন।এদিন মার খাওয়া শিক্ষক মেহবুব বলেন, ‘আমরা আমাদের চাকরি বাঁচানোর লড়াই করছি, আর পুলিশ তাঁর। পুলিশ তো নিজে নিজে মারছে না, পুলিশকে দিয়ে আমাদের মার খাওয়ানো হচ্ছে, তবেই তো পুলিশ মারছে। ওরা এমনি এমনি মারে না, নির্দেশ আছে তাই মারছে। শিক্ষকদের আর তো শিক্ষক রাখল না, উলঙ্গ করে দিল। যারা আসলে অযোগ্য তাঁদের উলঙ্গ করতে পারছে না, উলঙ্গ করল আমাদের। সকলের গায়ে আঘাতে চিহ্ন রয়েছে, খুলে দেখাতে পারছি না। সবাই জামা-কাপড় খুলে দেখালে আরও জিনিস দেখতে পেতেন আপনারা।’ এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘কী বলব, আর কত বলব, অবিলম্বে আমাদের দাবি মেনে নিক, তা না হলে এটা তো সবে শুরু হয়েছে, এটা ট্রেলার। পদক্ষেপ আগে থেকে আর ঘোষিত হবে না। অঘোষিতই হবে। সব কথা বলার পরও মুখ্যমন্ত্রী যদি বলেন, অযোগ্যদেরও দেখব, তাহলে কিছু বলার নেই। আমরা চাই, তিনি শুধু যোগ্যদের দিকটা দেখুন।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *