দেবরীনা মণ্ডল সাহা :-গণধর্ষণের শিকার এক যুবতী বলে অভিযোগ। এবার বাড়িতে পৌঁছে দেওয়ার টোপ দিয়ে ওই যুবতীকে রিসর্টে নিয়ে যায় পূর্ব পরিচিত কয়েকজন যুবক। তারপর ওই রিসর্টে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর পুলিশের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত পুলিশ ধরতে পারেনি অভিযুক্তদের। বসিরহাট থানা এলাকার হাসনাবাদে এই ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে। ওই যুবকরা কারা? সেটা জানতে চাওয়া হয় নির্যাতিতার কাছে। পরিচিত হলেও নাম জানেন না নির্যাতিতা। তবে পুলিশকে যে বয়ান তিনি দিয়েছেন তার ভিত্তিতে তল্লাশি শুরু হয়েছে।জানা গিয়েছে, নির্যাতিতার বয়স ২৫ বছর। বসিরহাটের পিফা এলাকার বাসিন্দা তিনি। সূত্রের খবর, বুধবার সকালে ব্যাঙ্কের কাজে হাসনাবাদ গিয়েছিলেন তরুণী। কাজ শেষে ফেরার সময় দেখা যায় পূর্ব পরিচিত রমজান মোল্লার সঙ্গে। অভিযোগ, রমজান তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে। যুবকের সঙ্গে গাড়িতে উঠে তিনি দেখেন সেখানে আরও লোক রয়েছে। তাঁদের মধ্যে একজন আবার রমজানের জামাইবাবু। নির্যাতিতার বয়ান অনুযায়ী, দফায় দফায় ধর্ষণ করার ঘটনা ভিডিয়ো রেকর্ড করা হয়। কাউকে কোনও কথা জানালে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকিও দেওয়া হয়। কিন্তু অত্যন্ত যন্ত্রণা নিয়েই সাহস করে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। তবে অভিযুক্তরা এখনও পলাতক। রমজান মোল্লা এবং তার শাগরেদদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। ধর্ষণের আগে যুবতীকে মারধর করা হয়। গণধর্ষণ করার পর রাতে রিসর্টের কাছেই ফেলে দিয়ে চলে যায় ওই যুবকরা। টাকি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও মেডিক্যাল পরীক্ষার পর তাঁকে হাসনাবাদ থানায় নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করানো হয়।রমজান মোল্লা ও তার শাগরেদদের কঠোরতম শাস্তির দাবিতে সরব নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যরা।
Hindustan TV Bangla Bengali News Portal