প্রসেনজিৎ ধর, কলকাতা :- ২০১৬-র এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য চাকরিহারাদের নামের তালিকা প্রকাশের দাবিতে এবং কসবায় পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এসএসসি দফতরের সামনে বৃহস্পতিবার সকাল থেকে অনশনে বসেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। সেই আবহেই এবার ঘটনাস্থলে পৌঁছোলেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখান থেকে আরও এক বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন তিনি। প্রশ্ন তুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ভূমিকা নিয়েও।বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ এসএসসি দফতরের কাছে চাকরিহারাদের অনশনমঞ্চে যান অনশনকারীদের মঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ-সহ বিজেপির একাধিক নেতা-নেত্রীকে। ছিলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলও। সেখানেই ফের যোগ্য-অযোগ্যদের আলাদা করার দাবি তোলেন অভিজিৎ। সেখানেই প্রশ্ন ওঠে, কেন চিঠি তৈরি করার পরও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করলেন না প্রাক্তন বিচারপতি?জবাবে অভিজিৎবাবু জানালেন, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। তিনি রাত জেগে চিঠি তৈরি করেছিলেন। কিন্তু শিক্ষকদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে। তাতেই তাঁর সিদ্ধান্ত বদল। প্রাক্তন বিচারপতির কথায়, “আমরা বারবার বলছি যোগ্য-অযোগ্যদের লিস্ট বের করুন। ওনারা কী করবেন বুঝতে পারছি না। আমরা আমাদের মতো চেষ্টা করছি।”শুধু তা-ই নয়, ধর্নাস্থল থেকে আরও এক বার মুখ্যমন্ত্রী মমতাকে দুষেছেন অভিজিৎ। তিনি বলেন, ‘‘যা হচ্ছে, তা তো মুখ্যমন্ত্রীর নির্দেশেই হচ্ছে। আমরা সহমর্মিতা জানাতে এসেছি। ভেঙে পড়বেন না। আমরা সম্পূর্ণ ভাবে আপনাদের পাশে আছি।’’এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল জানালেন, একটা সময়ে তিনি এই দপ্তরের দায়িত্ব ছিলেন। বর্তমান পরিস্থিতিতে চাকরিহারাদের পাশে দাঁড়ানো তাঁর কর্তব্যের মধ্যে পড়ে। পাশাপাশি বর্তমান এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেন তিনি। প্রশ্ন তোলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ভূমিকা নিয়েও। এদিকে দিলীপ ঘোষ বললেন, “অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের মতো করে চেষ্টা করেছিলেন। কিন্তু এই সরকারের সমস্যা সমাধানের ইচ্ছেই নেই।” এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পর বুধবারই এসএসসিকে ওএমআরের মিরর ইমেজ প্রকাশ্যে আনার জন্য দু’দিনের সময় বেঁধে দিয়েছেন অনশনকারীরা । ঘোষণা করেছিলেন, এর অন্যথা হলে শনিবার তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
Hindustan TV Bangla Bengali News Portal