প্রসেনজিৎ ধর,কলকাতা :-চাকরি বাতিল প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালত অবমাননার নোটিস পাঠালেন এক আইনজীবী।সিদ্ধার্থ দত্ত নামের ওই আইনজীবী নোটিসে লিখেছেন, দেশের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে তা মেনে নেওয়া সকলের কর্তব্য। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি এখনই এই রায় কার্যকর করবেন না। তাই মুখ্যমন্ত্রী তাঁর নিজের মন্তব্যের জন্য প্রকাশ্যে যদি ক্ষমা না চান, তবে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে।বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এক্স হ্যান্ডলের পোস্টে তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টের রায়ে যাঁরা চাকরিহারা, তাঁদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের চাকরি কী ভাবে ফিরিয়ে দেওয়া যায়, মুখ্যমন্ত্রী সেই চেষ্টা করছেন। সেই প্রক্রিয়ার গতি কমাতেই এই আইনি নোটিস দেওয়া হয়েছে। কুণালের কথায়, ‘‘জটিলতা তৈরি করে প্রক্রিয়ার গতি কমানোর চক্রান্ত। চাকরিহারারা কী চান? মুখ্যমন্ত্রীর চেষ্টা সফল হোক। আপনাদের চাকরি বাঁচুক। না কি এ সব আইনি জট পাকানোর চক্রান্তকারীরা জটিলতা বাড়াক। অবস্থান নিন আপনারা।’’এ নিয়ে বিরোধীদেরও বিঁধেছেন কুণাল। তিনি লিখেছেন, ‘‘রামবাম ভোটে পারে না, কোর্টে জট পাকায়।’’ কুণালের আরও বক্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী বিচারব্যবস্থায় সম্পূর্ণ আস্থা রাখেন। বিচারপতিদের সম্মান দেন। কিন্তু কোনও রায়ে ন্যায়বিচার না হলে বা বহু মানুষের ক্ষতি হলে, সেই অংশ নিয়ে দ্বিমত পোষণ করে পুনর্বিবেচনার কথা বলেন। এর সঙ্গে আদালত অবমাননার কোনও সম্পর্ক নেই। মনে রাখবেন, বিচারপতি চাকরি ছেড়ে বিজেপির সাংসদ হতে গেলেও সাধারণ মানুষের চোখে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে।’’
Hindustan TV Bangla Bengali News Portal