দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায়। এর আগে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় জামিন হল না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর।এর আগেও শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন মামলায় পার্থর জামিনের আবেদন যেমন খারিজ হয়েছে, আবার মঞ্জুরও হয়েছে। যেমন – প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত ইডি-র মামলায় আগেই জামিন পেয়েছেন পার্থ। কিন্তু, আজ এই একই ঘটনায় সিবিআই-এর করা মামলায় পার্থ চট্টোপবাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। উল্লেখ্য, এর আগে গত ১১ এপ্রিল এই মামলার রায় ঘোষণা করার কথা ছিল। কিন্তু, সেদিন বিচারক অনুপস্থিত থাকায় মামলার পরবর্তী দিন ঘোষণা করা হয় ১৭ এপ্রিল। সেই মতো আজ বিচার ভবনের মামলার পরবর্তী প্রক্রিয়া শুরু করা হয় এবং বিচারক সাফ জানিয়ে দেন, এই মুহূর্তে পার্থকে জামিন দেওয়া সম্ভব নয়।পার্থকে জামিন না দেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন বিচারক। আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, ‘চার্জশিট এবং যাবতীয় তথ্যপ্রমাণের ভিত্তিতে এটা স্পষ্ট যে, নিয়োগ মামলায় সরাসরি যোগ রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের।’ তাছাড়া, আত্মপক্ষ সমর্থনে প্রাক্তন শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে যে যে যুক্তি পেশ করা হয়েছে, তাও যথেষ্ট সন্তোষজনক নয় |বৃহস্পতিবার বিচার ভবনে সিবিআইয়ের মামলায় পার্থের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক। আদালতের পর্যবেক্ষণ, চার্জশিট এবং যাবতীয় তথ্যপ্রমাণের ভিত্তিতে এটা স্পষ্ট যে, নিয়োগ মামলায় সরাসরি যোগ রয়েছে পার্থের। আত্মপক্ষ সমর্থনে যথাযথ কোনও যুক্তিও দেখাতে পারেননি তিনি। তা ছাড়া, পার্থকে নিয়োগ দুর্নীতির ষড়যন্ত্রের অন্যতম ‘মাথা’ বলেও চিহ্নিত করেছে আদালত। বিচারকের যুক্তি, এই মূহূর্তে তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এখন পার্থকে জামিন দেওয়া হলে তদন্তপ্রক্রিয়া ব্যাহত হতে পারে।
Hindustan TV Bangla Bengali News Portal