Breaking News

‘ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছি, এবছরের মধ্যেই সমাধান হয়ে যাবে’ সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্বস্তিতে মুখ্যমন্ত্রী!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন ‘যোগ্য’ শিক্ষকরা। যাঁদের অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে, তাঁরা বাদে বাকিরা আপাতত স্বস্তি পেয়েছেন এই রায়ে। বৃহস্পতিবার এই রায়ের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে জানালেন, এই বছরের মধ্যেই শিক্ষকদের নিয়ে এই গোটা সমস্যার সমাধান হয়ে যাবে। এই নির্দেশ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বেতন নিয়ে বিকল্প পথের সন্ধান করছিলাম। এবার সময় পেয়ে গিয়েছি। এবছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে।” একই সঙ্গে মমতা বলেন, “ভালভাবে কাজ করুন। কোনও ভুল হবে না। মানুষের কাজে আমরা কোনও ভুল করি না। কারও কথায় প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই।” তাঁর দাবি, আগামী বছর পর্যন্ত গড়াবে না, নিয়োগ প্রক্রিয়া এ বছরেই শেষ হয়ে যাবে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘আপাতত স্বস্তি। এখন বেতন দেওয়া যাবে। আমরা কথা দিয়েছিলাম যাতে অসুবিধা না হয় সেটা দেখব। এই বছরের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি। মানুষের কাজে আমি ভুল করি না। আমার কাজে ভুল হতে পারে। সময় কিছুটা পাওয়া গিয়েছে। এটা একটা স্বস্তি যখন মিলেছে তখন বাকিটাতেও স্বস্তি আসবে। দিল্লি থেকে আমাদের আইনজীবীরা এলে ব্রাত্য বসুকে বলেছি কথা বলতে।’‌‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌সুপ্রিম কোর্টের রায়ের পর শিক্ষকরা নির্দিষ্ট সময়ে বেতন পাবেন। আমরা ভাবছিলাম কেমন করে বেতন দেব। তাই বলব আইনের উপর ভরসা রাখুন। সরকারের উপর ভরসা রাখুন। আমরা সবসময় শিক্ষকদের পক্ষে। আপনাদের আঘাত লাগলে সেটা আমারও বেদনার। চিন্তা করবে না। মন দিয়ে স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের পড়ান।’‌
এই রায়ের পরে আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, আজ সুপ্রিম কোর্ট যে অনুমতি দিয়েছে, সেটার ফলে এটা যদি কেউ ভেবে নেন যে চাকরি থেকে গেল, সেটা ভুল ভাবা হবে। যা নির্দেশ ছিল, সেটাই বহাল থাকল। শুধুমাত্র পড়ুয়াদের কথা ভেবে প্রশ্নাতীতভাবে দাগি বা ‘টেন্টেড’ হিসেবে চিহ্নিত নন, এমন শিক্ষকদের আপাতত স্কুলে যাওয়ার সুযোগ দিয়েছে শীর্ষ আদালত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *