নিজস্ব সংবাদদাতা :- জাল পাসপোর্ট মামলার তদন্তে ফের অ্যাকশনে ইডি। বৃহস্পতিবার এই মামলার তদন্তে নদিয়ায় খানা তল্লাশি শুরু করেছে (ইডি)। নদিয়ার চাকদার বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে এদিন সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করেন ইডি আধিকারিকরা।বৃহস্পতিবার সকাল পাঁচটা নাগাদ চারজন ইডি আধিকারিক আটজন জওয়ানকে নিয়ে নদিয়ার চাকদা থানার অন্তর্গত ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ নেতাজি বাজার শিবপুরে দুলাল হালদারের বাড়িতে হানা দেয়। তাঁর বিরুদ্ধে জাল পাসপোর্ট বানানোর অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে খবর, বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তল্লাশি চালান ইডি আধিকারিকরা |স্থানীয়দের কাছে দুলাল চাষি হিসেবেই পরিচিত। বেশ ধনী। প্রচুর জমিজমার মালিক। তিনি জাল পাসপোর্ট, মানব পাচার, অনুপ্রবেশে সাহায্য়ের মতো বিষয়গুলির সঙ্গে যুক্ত, তা মানতেই পারছেন না স্থানীয়রা। ইডির হানায় কার্যত অবাক তারা।উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ভুয়ো পাসপোর্ট মামলায় মঙ্গলবার দিনভর রাজ্যজুড়ে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গভীর রাতে ইডির জালে ধরা পড়লেন বিরাটির এক ‘এজেন্ট’। ইডি সূত্রে খবর, বিরাটি থেকে গ্রেপ্তার হয় আজাদ মল্লিক নামে এক ব্যক্তি। এছাড়া মঙ্গলবার নদিয়ার গেদে থেকে অলোক নাথ নামে একজনকে গ্রেফতার করে ইডি। ভুয়ো পাসপোর্ট তৈরির কাজে তিনি আজাদের সহযোগী বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দু’জনকে জেরা করে চক্রের বাকিদের বিষয় জানতে চায় তদন্তকারীরা। সেই জেরার পরই এদিন দুলাল হালদারের বাড়িতে ইডি হানা দিল বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal