দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়৷ ভরদুপুরে পার্ক স্ট্রিটের মিষ্টির দোকানে আগুন। ঠিক দুপুর বারোটা চল্লিশ নাগাদ পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানসন -এর গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। পার্ক স্ট্রিটে কুইন্স ম্যানসনের একতলায় একটি মিষ্টির দোকানের কিচেনে আগুন লাগে।আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। এই বহুতলে একাধিক নামী সংস্থার আউটলেট রয়েছে। এদিকে পার্ক স্ট্রিটের বহুতল কুইন্স ম্যানসনের পিছনে কোনও এক রান্নাঘরে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। সেখানে বেশ কিছু দাহ্য বস্তু ছিল বলে জানা যাচ্ছে। দমকল যুদ্ধকালীন তপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচলতি মানুষজন। আজ, শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল। তারপরই ছুটে আসে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু হয় |আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের অফিসের কর্মীরা রাস্তায় নেমে আসেন। কুইন্স ম্যানসনের বেশিরভাগ অংশই খালি করে দেওয়া হয়। ঘিরে দেওয়া হয় ওই এলাকা। সাধারণ বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ওই বাড়ির অদূরেই রয়েছে স্টিফেন কোর্ট। সেখান থেকে জল নিয়ে আসার ব্যবস্থা করেন দমকলকর্মীরা। দ্রুত সেই আগুন নেভানোর কাজ চালান কর্মীরা। কীভাবে ওই আগুন লাগল? এসি থেকে আগুন লাগল নাকি শর্টসার্কিট? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ও দমকলকর্মীরা সব কিছু খতিয়ে দেখছেন। আগুন যাতে আর নতুন করে ছড়িয়ে পড়তে না পারে সেটা দেখছে দমকল কর্মীরা। এই আগুন ছুটির দিনে লাগায় জনগণের ভিড় এড়ানো গিয়েছে। তবে হতাহতের খবর এখন পর্যন্ত মেলেনি।
Hindustan TV Bangla Bengali News Portal