প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ে উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে দিলীপের নিউটাউনের বাড়িতে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন শুভেচ্ছাবার্তাও। আড়ম্বর নয়, একেবারেই ঘরোয়াভাবে বিয়ে সারছেন দিলীপ ঘোষ ও বিজেপির মহিলা মোর্চার নেত্রী, রিঙ্কু মজুমদার। তবুও শুভেচ্ছাবার্তার কমতি নেই। গেরুয়া শিবিরের পাশাপাশি অভিনন্দন আসছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তৃণমূল শিবির থেকেও। মুখ্যমন্ত্রীর তরফে এদিন নবান্ন থেকে পুলিশের এক প্রতিনিধি নিউটাউনে দিলীপ ঘোষের বাড়িতে আসেন। সেখানেই ফুল, মিষ্টি ও মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা পত্র দিলীপ ঘোষের হাতে তুলে দেন তিনি।শুক্রবার বিকেল সাড়ে ৫টা নাগাদ সেখানেই রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুগলের অত্যন্ত ঘনিষ্ঠ গুটি কয়েক মানুষ। এদিকে সকাল সকালই দিলীপ ঘোষের বাড়িতে পৌঁছে যান বিজেপির সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, শমীক ভট্টাচার্যরা। ইতিমধ্যেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, ‘ অনেক অভিনন্দন দিলীপ দা। মন থেকে খুশি হয়েছি। খুব ভালো হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক। ‘
দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে লিখেছেন,’ দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা।
এর মধ্যে রাজনীতি খুঁজবেন না। ‘
Hindustan TV Bangla Bengali News Portal