Breaking News

‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’,দিলীপ ঘোষের বিয়ের খবরে মিষ্টি বিলি তৃণমূল নেতার!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আজ দিলীপ ঘোষের বিয়ে। আর এদিকে বিজেপির এই বর্ষীয়ান নেতার বিয়ের খবরে মিষ্টি বিলি করলেন তৃণমূল নেতা কীর্তি আজাদ। এদিকে গত লোকসভা ভোটে তিনিই দিলীপের বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমেছিলেন। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সেসময় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে হারালেও, আজ পুরোপুরিই অন্য আঙ্গিকে ধরা দিলেন কীর্তি আজাদ।বন্ধুর বিয়ের দিন মিষ্টি বিতরণ করলেন তৃণমূল সাংসদ। ফোনে গান চালিয়ে গাইলেন, ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’।২০২৪ লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন দিলীপ ঘোষ, আর তৃণমূলের প্রার্থী হয়েছিলেন কীর্তি আজাদ। নির্বাচনের দিনে বর্ধমানের এই দুই প্রতিপক্ষ মুখোমুখি হয়ে করেছিলেন কোলাকুলিও।নির্বাচনে অবশ্য কীর্তি আজাদের কাছে পরাজিত হয়েছিলেন দাপুটে দিলীপ ঘোষ।এদিন দিলীপ ঘোষকে আন্তরিকভাবে শুভকামনা জানিয়েছেন শাসকনেতা কীর্তি আজাদ। বলেছেন, ‘আশা করব, ওনার বৈবাহিক জীবন দীর্ঘতর হবে। ভাল হবে। দুই জনেরই দীর্ঘ আয়ু কামনা করি। আর আশা করব যে, একবার যখন অর্ধাঙ্গিনী যখন ঘরে এসে গেছেন, সীতারাম বলা শুরু করবেন। জয় জয় সীতারাম। নিমন্ত্রণ পেয়েছেন কিনা প্রশ্ন করতেই কীর্তি আজাদ বলেন, এখনও অবধি নিমন্ত্রণ আসেনি। এলে অবশ্যই যাবো। আশেপাশে যত ফুল পাবো , সব নিয়ে যাব। মিষ্টিও নিয়ে যাব।’দিলীপের বাড়িতে এদিন সুকান্ত নিয়ে গিয়েছিলেন ফুলের তোড়া, মিষ্টির বাক্স আর দিলীপের জন‍্য ধুতি-পাঞ্জাবি। বিজেপির অন‍্য নেতারাও ফুল, মিষ্টি নিয়ে গিয়েছিলেন। কারও কারও হাতে তার পাশাপাশি অন‍্য উপহারও ছিল। হবু বরও প্রত‍্যেককে উপহার দিয়েছেন। লকেটকে দিয়েছেন শাড়ি। বাকিদের কাউকে দিয়েছেন পাজামা-পাঞ্জাবির সেট, কাউকে পাঞ্জাবি বানানোর কাপড়। কাউকে দিয়েছেন ধুতি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *