Breaking News

হাড়োয়ায় অভিযান এসটিএফের! উদ্ধার বিপুল অস্ত্র-কার্তুজ, গ্রেফতার ৪

প্রসেনজিৎ ধর, কলকাতা :- হাড়োয়া থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে একটি চারচাকা গাড়ি। ধৃতরা অস্ত্র চোরাচালানের বড় কোনও চক্রের সঙ্গে জড়িত কি না, খতিয়ে দেখছে পুলিশ।অস্ত্র পাচার হওয়ার সম্ভাবনা আছে। সেই কথা জানার পরেই গতকাল রাতে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএস ও হাড়োয়া থানার পুলিশ। বসিরহাটের হাড়োয়ার কাছে ৩ নম্বর রাজ্য সড়ক, হাড়োয়া-রাজারহাট রোডের উপর নাকাচেকিং শুরু হয়। একটি চারচাকা গাড়ি কলকাতার দিকে যাচ্ছিল। সেই গাড়িটি দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। সেটি থামিয়ে চালক ও আরোহীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। গাড়িতে মোট চারজন ছিল বলে খবর। তাদের কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। তারপরই সন্দেহ আরও দানা বাঁধে তদন্তকারীদের। ওই চারজনকে নামিয়ে গাড়ি তল্লাশি করতেই মিলল সাফল্য।গাড়ি থেকে উদ্ধার হয় একটি দোলনা, একটি একনলা বন্দুক ও একটি সাত এমএম পিস্তল। এছাড়াও উদ্ধার হয় ১১ রাউন্ড কার্তুজ ও ১২ রাউন্ড ছররা গুলি। এরপরেই ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল আমিরুল মণ্ডল, হাবিল মোল্লা, আবু সাঈদ গাজি, গিয়াসউদ্দিন গাজি। ধৃতদের প্রত্যেকের বাড়ি গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পুকুড়িয়া গ্রামে। ওই অস্ত্র কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর। ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় |ধৃতরা অস্ত্র চোরাচালানের বড় কোনও চক্রের সঙ্গে জড়িত কি না, খতিয়ে দেখছে পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *