Breaking News

গোধূলি লগ্নে রিঙ্কুর সঙ্গে চার হাত এক হল!সাত পাকে বাঁধা পড়লেন দিলীপ-রিঙ্কু, শুরু জীবনের নতুন ইনিংস

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- লাল বেনারসিতে নববধূ রিঙ্কু, হলুদ পাঞ্জাবিতে বর দিলীপ ঘোষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন আইনি ও বৈদিক নিয়ম মেনেই।সংঘের প্রচারক থেকে বিধায়ক, সাংসদ, রাজ্য সভাপতি, সর্বভারতীয় সহ–সভাপতি হয়েছিলেন বিজেপির দৌলতে। সংসার জীবনে নতুন আঙ্গিকে এবার দেখা গেল দিলীপ ঘোষকে |দিলীপের ইচ্ছামতো গাঁটছড়া বাঁধার সাক্ষী থাকলেন শুধুই বর-কনের পরিবার এবং তাদের ঘনিষ্ঠ কয়েক জন। বিয়ে পর্ব মিটে যাওয়ার পরে বাড়ির বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি জানিয়ে দিলেন, মায়েরদায়িত্ব যাতে আরও ভালভাবে পালন করতে পারেন, তাই এই সিদ্ধান্ত। তবে বিয়ে করলেও তিনি রাজনৈতিক দায়িত্ব থেকে সরছেন না। আর সেই কাজে দিলীপের পাশে থাকার বার্তা দিলেন নববধূ রিঙ্কু|ঘরোয়া আবহে হলেও একেবারে রাজকীয় আয়োজন, আবেগ আর আনন্দে মোড়া রইল দিলীপ-রিঙ্কুর নতুন জীবনে প্রবেশের মুহূর্ত। মালা বদল থেকে সিঁদুর দান সবই হল দিলীপ রিঙ্কুর বিয়েতে। মাছ, ভাত, মিষ্টি সহযোগে সারা হল ভুরিভোজও।
পার্লার থেকে বেরিয়ে সোজা নিউটাউনে দিলীপ ঘোষের বাড়িতে পৌঁছন কনে রিঙ্কু।সাদা পাঞ্জাবি, মাথায় টোপর পরে বিয়েতে বসেন দিলীপ ঘোষ। উলু ও শঙ্খধ্বনিতে গমগম করতে থাকে গোটা বাড়ি।ছেলের বিয়ে দেখে খুশি হয়েছেন মা পুষ্পলতা। আগামীকাল শনিবার ১৯ এপ্রিল দিলীপ ঘোষের জন্মদিন। ওইদিন প্রাতঃভ্রমণে ১৫০ জনকে ইডলি খাওয়াবেন তিনি। তারপর জন্মদিনের বিকেলে সস্ত্রীক খড়গপুরে রওনা দেওয়ার কথা আছে।দিলীপ ঘোষ বলেন, ‘‌উনি সংসার সামলেছেন। অভিজ্ঞতা আছে। দু’‌জনেরই রাজনৈতিক জীবন থাকবে। তার সঙ্গেই আমরা পারিবারিক জীবন কাটাব। আমার মা খুব খুশি। মায়ের কথাতেই বিয়েটা হচ্ছে। উনি গিয়ে রিঙ্কুর বাড়িতে থেকে এসেছেন। আমি না থাকতে আমার মাকে রান্নাবান্না করে খাইয়েছে রিঙ্কু। ফলে অ্যাডজাস্টমেন্ট অনেকটা হয়েই গিয়েছে। বাকিটা ভগবানের ইচ্ছা।’‌

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *