Breaking News

‘এসএসসি বেতন নিশ্চিত করবে, আর তাদেরই কাজ করতে দেবেন না!’,চাকরিহারাদের বার্তা ব্রাত্য বসুর

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ‘সরকার আপনাদের স্বার্থেই কাজ করছে’, চাকরিহারাদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তিনি বলেছেন, ‘আপনারা (চাকরিহারা) আপনাদের কাজ করুন। এসএসসি চাকরিহারাদের জন্য লড়ছে। বিষয়টি এখনও সুপ্রিমকোর্টের বিচারাধীন। আমরা দ্রুত রিভিও পিটিশনে যাচ্ছি।’ ব্রাত্যর কথায়, ‘১৭ হাজার ২০৬ জন যোগ্য, পর্যদ হলফনামা দিয়ে জানিয়েছে। সেই অনুযায়ী আমরা কাজ করছি।’সোমবার এসএসসি-র তরফে যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা করা হয়নি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েও দিয়েছেন যে, কোনও তালিকা প্রকাশ করা হবে না। কিন্তু তিনি একটি সংখ্যা উল্লেখ করেছেন যা নিয়ে চর্চা শুরু হয়েছে। ব্রাত্য বসুর কথায়, অযোগ্য তালিকার বাইরে রাখা হয়েছে এতজনকে। তাঁদের কাছে নির্দিষ্ট করে নামের তালিকা ভাগ করে রাখা। সেই অনুযায়ীই কাজ করছে এসএসসি, শিক্ষা দফতর। ব্রাত্যর সংযোজন, নির্দিষ্টভাবে ‘টেইন্টেড’ নন এমন শিক্ষকদের জন্য বাড়তি সময়ের অনুরোধ করা হয়েছিল। তার ভিত্তিতেই ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় মিলেছে। যে সংখ্যক শিক্ষকদের তালিকা দেওয়া হয়েছিল সেই সংখ্যাটাই ১৭,২০৬। কিন্তু তার মানে কি এঁরাই যোগ্য শিক্ষক, সেটা এখনও স্পষ্ট নয়। হলেও, এই ১৭,২০৬ জনের মধ্যে কারা কারা থাকবেন, তা নিয়েও ধোঁয়াশা। তালিকা না প্রকাশ করার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ”আমরা তালিকা প্রকাশ করতে প্রস্তুত ছিলাম। ইতিবাচক ছিলাম। কিন্তু সর্বোচ্চস্তরের আইনজীবীরা আমাদের বলছেন, তালিকা প্রকাশ করলে আদালত অবমাননা হতে পারে।” এই প্রসঙ্গে ‘উপযুক্ত’ চাকরিহারা শিক্ষকদের উদ্দেশে তাঁর বার্তা, কোনও পক্ষই যাতে আদালত অবমাননা না করে সেটা খেয়াল রাখতে হবে। সুপ্রিম কোর্টের রায় অনুসারে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত স্কুলে যান। বেতন নিয়ে সংশ্লিষ্ট দফতর কাজ করে যাচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *