Breaking News

চাকরিহারাদের ঘেরাও চলছে, তার মধ্যেই ‘মুক্তি’ পেলেন এসএসসি চেয়ারম্যান!‘চলবে ধরনা’,জানালেন আন্দোলনকারীরা

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- টানা দু’দিন এবং দুই রাত অফিসে কাটানোর পর অবশেষে ঘেরাওমুক্ত হলেন স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বুধবার সকালে তাঁকে সল্টলেকের এসএসসি কার্যালয় – আচার্য সদন থেকে বেরোনোর ‘অনুমতি’ দিলেন দফতরের সামনেই ধরনায় বসে থাকা চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক শিক্ষিকারা।এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পর গত সোমবার যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করার কথা বলেছিল এসএসসি। তাই অফিসের সামনে ভিড় জমিয়েছিলেন চাকরিহারারা। কিন্তু সেদিন কোনও তালিকা বের করা হয়নি। এই পরিস্থিতিতে ক্ষোভ উগরে দিয়ে এসএসসি ভবন চত্বরেই ধর্না শুরু করেন চাকরিহারারা। কার্যত নিজের অফিসেই ‘বন্দি’ করে রাখা হয় এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে। ২ দিনের ঘেরাওয়ের পর বুধবার সকালে ‘মুক্ত’ হলেন তিনি। পুলিশি ঘেরাটোপে তাঁকে এসএসসি ভবন থেকে বের করে আনা হয়। তাঁদের বক্তব্য, “লিস্টের বিষয়টা শিক্ষামন্ত্রীর সঙ্গে বুঝব। তবে আজ আমাদেরই মামলার শুনানি আছে হাই কোর্টে। সেখানে চেয়ারম্যান স্যরের সশরীরে উপস্থিত থাকার কথা। তাই আমরা ওঁকে ঘেরাওমুক্ত করলাম।”যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে গত সোমবার থেকে এসএসসি ভবনে বাইরে ধরনায় চাকরিহারারা। ভিতরে আটকে পড়েন এসএসসি চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার-সহ ১৬ জন। আন্দোলনকারীদের দাবি ছিল, তালিকা প্রকাশ করতেই হবে। অন্যথায় ধরনা চলবে। মঙ্গলবারও এসএসসি চেয়ারম্যান আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। কিন্তু তাতেও রফাসূত্র মেলেনি। মঙ্গলবার রাতেও রাস্তাতেই ছিলেন ‘যোগ্য’ শিক্ষকরা। দফায় দফায় বৈঠক করেন তাঁরা। এরপরই বুধবার সকালে এসএসসি চেয়ারম্যানকে ঘেরাওমুক্ত করার কথা ঘোষণা করলেন চাকরিহারারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *