প্রসেনজিৎ ধর, কলকাতা :- বুধবার তৃণমূলে যোগ দিলেন যুব কংগ্রেস সভাপতি আজহার মল্লিক। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন জয়প্রকাশ মজুমদারও। আজহার মল্লিকের মতে, কংগ্রেস নয়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বিজেপিকে আটকাতে পারবেন।বুধবার দুপুরে তৃণমূল ভবনে মন্ত্রী অরুপ বিশ্বাস তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। সম্প্রতি তৃণমূলে যোগ দিতে চেয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন, ‘রাহুল গান্ধী নন, একমাত্র মমতাই পারবেন বিজেপিকে উৎখাত করতে।’তবে, শুধু আজহারই নন, এছাড়া বিভিন্ন জেলার যুব সভাপতিরাও যোগ দেন তৃণমূলে। এদিন তৃণমূলে যোগদানের পর আজহার বলেন, ”ইন্ডিয়া জোট লড়াই করছে বিজেপির বিরুদ্ধে। বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি কোনও দিন বুথে জেতেননি। তিনি RSS-এর মতাদর্শে চলেন। তাই আমি দল ছেড়ে দিলাম। আগামী ১০ দিনের মধ্যে কংগ্রেস যুব ইউনিট পুরোপুরি চলে আসবে তৃণমূলে। বিজেপির বিরুদ্ধে মুখ তৃণমূলই।”প্রসঙ্গত, তৃণমূলে যোগ দিতে চেয়ে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন আজহার। তিনি লেখেন, রাহুল গান্ধি নন, একমাত্র মমতাই পারবেন বিজেপিকে উৎখাত করতে।তাঁর কথায়, “সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে একমাত্র আপনিই বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। আপনিই বিজেপিকে দেশ থেকে উৎখাত করতে পারবেন। কংগ্রেস বা রাহুল গান্ধির দ্বারা কোনও মতেই সম্ভব নয়।” এদিন ১৪ জন জেলা যুব কংগ্রেস সভাপতি এবং রাজ্য কমিটির আরও ১৭ জন যোগদান করেন বলে জানা যাচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal