দেবরীনা মণ্ডল সাহা :- কৃষি সমবায় ব্যাঙ্কের শৌচাগার থেকে উদ্ধার হল এক ব্যাঙ্ক কর্মীর ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, সহকর্মীরা খুন করে ঝুলিয়ে দিয়েছে তাকে।মৃত ওই ব্যক্তির নাম অসিত বিশ্বাস। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতে। সেই এলাকাতেই ওই মোল্লাবের সমবায় ব্যাঙ্ক রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।দীর্ঘদিন ধরেই ওই সমবায় ব্যাঙ্কে ম্যানেজার হিসেবে কাজ করতেন শ্যামনগরের বাসিন্দা অসিত বিশ্বাস। সূত্রের খবর কিছুদিন ধরে ব্যাঙ্কের টাকার লেনদেন নিয়ে অশান্তি চলছিল। তাঁর পরিবারের লোকজন জানান, দিন কয়েক আগে একরকম জোর করে অসিত বিশ্বাসকে ম্যানেজার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ম্যানেজারের পোস্টে বসেন অনুপ ওরাং। প্রতিদিনের মতো আজ বুধবারও ব্যাঙ্কে গিয়েছিলেন অসিত বিশ্বাস। পরে তাঁর মৃতদেহ ব্যাঙ্কের শৌচালয় থেকে পাওয়া যায়। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা সেখানে ভিড় করেন। খবর দেওয়া হয় মৃতের পরিবারের সদস্যদেরও। পরিবারের লোকজনও সেখানে পৌঁছে যান। ওই ব্যাঙ্ককর্মীকে ‘খুন’ করা হয়েছে। এমনই অভিযোগ করা হয়। ব্যাঙ্কের অন্য দুই কর্মীর দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে।অসিত বিশ্বাসের স্ত্রী দিপালী বিশ্বাসের অভিযোগ, তার স্বামীকে চক্রান্ত করে খুন করেছে ওই দুই অভিযুক্ত। কারণ দীর্ঘদিন ধরে টাকা লেনদেন নিয়ে অশান্তি চলছিল। তার স্বামীকে প্রাণে মারারও হুমকি দেওয়া হত। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন অসিত বিশ্বাস। এই ঘটনায় আরও যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে পরিবার।অন্যদিকে শান্তিপুর থানায় খুনের অভিযোগ দায়ের করে অসিত বিশ্বাসের পরিবার। এলাকাবাসীর তরফ থেকে দোষীদের শাস্তির দাবিতে থানায় একটি মাস পিটিশনও জমা দেওয়া হয়। যদিও পুরো ঘটনার কথা অস্বীকার করেছে দুই অভিযুক্ত। গোটা ঘটনার তদন্ত করে দেখছে শান্তিপুর থানার পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal