Breaking News

উধমপুরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহীদ নদিয়ার ঝন্টু আলি শেখ!জওয়ানের পাশে রাজ্য সরকার, সবরকম সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রসেনজিৎ ধর, কলকাতা :-জম্মু ও কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের গুলিতে নিহত হলেন নদিয়ার তেহট্টের বাসিন্দা, ভারতীয় সেনার প্যারাকমান্ডো ঝন্টু আলি শেখ। পহেলগাঁও কাণ্ডের পর জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গি দমন অভিযান আরও জোরদার করা হয়েছে। জম্মুর উধমপুরে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়েই বৃহস্পতিবার সকালে সেখানে অভিযানে গিয়েছিল সেনা এবং পুলিশের যৌথবাহিনী। সেই দলেই ছিলেন ঝন্টু।খবর সামনে আসতেই শহিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার পরিবারের পাশে রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ঝন্টু আলি শেখের পরিবারকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার তেহট্টে তাঁর বাড়িতে দেখা করতে যাচ্ছেন রাজ্য মন্ত্রিসভার কয়েকজন সদস্য। পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।সেনা সূত্রের খবর, বসন্তগড় এলাকায় জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। দু’পক্ষের গুলির লড়াইয়ে ঝন্টু আহত হন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। খবর পেয়েই বৃহস্পতিবার দুপুরে নিহত সেনা কমান্ডোর পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, হাবিলদার ঝন্টু জম্মুর নাগ্রোটা-স্থিত ১৬ নম্বর কোরের কমান্ডো ছিলেন। ‘হোয়াইট নাইট কোর’ হিসাবে এই বাহিনী পরিচিত।ভারতীয় সেনার ৬ প্যারা এসএফ-এ কর্মরত ঝন্টু জঙ্গল-যুদ্ধে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো ছিলেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স পোস্টে জানিয়েছেন, নিহত সেনানীর বাড়ি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তেহট্ট থানার পাথরঘাটা গ্রামে |মঙ্গলবার কাশ্মীরে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছিলেন। হামলাকারীদের সন্ধানে সে দিন বিকেল থেকেই আশপাশের পাহাড়, জঙ্গল ঘিরে চিরুনি তল্লাশি অভিযান শুরু করেছে সেনা, রাষ্ট্রীয় রাইফেল্‌স, সিআরপিএফের যৌথবাহিনী। সেই অভিযান চলাকালীনই বৃহস্পতিবার নিহত হলেন প্যারাকমান্ডো ঝন্টু।সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, “আমাদের একজন সাহসী যোদ্ধা প্রাথমিকভাবে গুলি বিনিময়ের সময় গুরুতর আহত হন ৷ পরে চিকিৎসা সত্ত্বেও শহিদ হয়েছেন ওই সেনা জওয়ান ৷” এছাড়াও জানানো হয়েছে,”তাঁর অদম্য সাহস এবং তার দলের বীরত্ব কখনও ভোলা যাবে না। ঝন্টু আলি শেখের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *