দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কসবায় দেহ উদ্ধার এক মহিলার। কসবার কে চ্যাটার্জি স্ট্রিট থেকে বৃহস্পতিবার মহিলার মৃতদেহ উদ্ধার হয়। সূত্রের খবর, মৃতার নাম রিনা মণ্ডল, বয়স ৩৩ বছর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মহিলাকে খুন করা হয়েছে। খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মৃতার স্বামী জনার্দন মণ্ডলকে।বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ নাগাদ কসবার আর কে চ্যাটার্জি রোডের এক অভিজাত আবাসনের পার্কিং লট থেকে এক গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। খবর পাঠানো হয় পুলিশে। সঙ্গে সঙ্গে লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে পাঠান নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী সন্দেহে স্বামীকে গ্রেফতার করে, উদ্ধার হয়েছে মারণাস্ত্র।পুলিশ সূত্রে খবর, মৃতা রিনা মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পারিবারিক বিবাদের জেরেই এই কাণ্ড বলে প্রাথমিক অনুমান পুলিশের। অভিযোগ স্ত্রী রিনাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে স্বামী জনার্দন |পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রিনা মণ্ডল, বয়স ৩৩ বছর। তাঁর স্বামী জনার্দন মণ্ডলের বয়স ৩৬ বছর। বেশ কয়েকদিন ধরে দাম্পত্য অশান্তি চলছিল তাঁদের মধ্যে। এরপর বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা। তবে কি সেই ঘটনার জেরেই স্ত্রীকে খুন? নাকি অন্য কোনও কারণ? তার তদন্তে নেমেছে পুলিশ। খুনের ঘটনায় জড়িত সন্দেহে স্বামী জনার্দনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে খুনের অস্ত্রও। এবার তাকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার কিনারা করতে মরিয়া তদন্তকারীরা। মৃতদেহটি ময়নাদতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal