দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পাঁচ দিন টানা চলার পর থেকে সংখ্যা কমতে শুরু করেছিল। এসএসসি ভবন অবস্থান–ঘেরাও প্রত্যাহার করে নিলেন চাকরিহারারা। আগামী দু’দিন শহিদ মিনারের কাছে অবস্থান করা হবে। তার মধ্যে যাবতীয় নথিপত্রের কাজ শেষ না হলে বিকাশ ভবন অভিযান করা হবে বলে জানালেন চাকরিহারারা। তবে চাকরিহারারা আগামী সোমবার থেকে স্কুলে ফিরছেন বলেই খবর। আর তাই এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান তুলে নিচ্ছেন চাকরিহারা শিক্ষকরা।যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে গত সোমবার এসএসসি ভবনে বাইরে ধরনায় বসেছিলেন চাকরিহারারা। ভিতরে আটকে পড়েন এসএসসি চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার-সহ ১৬ জন। আন্দোলনকারীদের দাবি ছিল, তালিকা প্রকাশ করতেই হবে। অন্যথায় ধরনা চলবে। কিন্তু সুপ্রিম নির্দেশ না থাকায় যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করেনি এসএসসি | তবে ডিআই অফিসে পাঠানো হয়েছিল যোগ্যদের লিস্ট। তবে সেই তালিকাতেও নাম ছিল না একাধিক যোগ্যের। ফলে ধরনা চলছিলই। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে এসএসসি ভবন ঘেরাও তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন চাকরিহারারা।শুক্রবার সেই অবস্থানই তুলে নেওয়ার কথা জানালেন চাকরিহারা শিক্ষকরা। এ প্রসঙ্গে চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল বলেন, “বেশ কয়েকদিন ধরে এখানে অবস্থান চালাচ্ছিলাম। যে দাবিগুলি নিয়ে অবস্থান চালাচ্ছিলাম, তার আংশিক পূরণ হয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত একটা গন্ডগোল রয়েছে। আমরা যোগ্যদের একটা তালিকা প্রকাশের দাবি জানিয়েছিলাম। সেই তালিকা ডিআই অফিসগুলিতে গিয়েছে। কিন্তু, এই তালিকা যে দায়িত্বের সঙ্গে করা উচিত ছিল, তা হয়নি।”
Hindustan TV Bangla Bengali News Portal