Breaking News

বড়সড় সাফল্য বেঙ্গল এসটিএফের!বসিরহাটে উদ্ধার বিপুল কার্তুজ, গ্রেফতার ২

প্রসেনজিৎ ধর :-পহেলগাঁও আবহের মধ্যেই বড়সড় সাফল্য বেঙ্গল এসটিএফের |গোপন সূত্রে খবর পেয়ে ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কার্তুজ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে রাজ‍্য পুলিশের বিশেষ তদন্তকারী দল| গ্রেফতার করা হয়েছে দুই অস্ত্র ব‍্যবসায়ীকেও | এসটিএফ সূত্রে খবর, সোমবার গভীর রাতে বসিরহাটের সিশোনা দাসপাড়ায় হানা দিয়ে এই সাফল্য মিলেছে| ধৃত দুই অস্ত্র ব‍্যবসায়ীর কাছ থেকে দু’টি অত‍্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ২৫২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে, যা দেখে চোখ কপালে উঠছে গোয়েন্দা আধিকারিকরদেরও | বিপুল এই কার্তুজ ও আগ্নেয়াস্ত্র কেন মজুত করা হয়েছিল ?এর পিছনে কী কোনও পাচার চক্রের হাত রয়েছে ?এই প্রশ্নের উত্তর পেতে মরিয়া তদন্তকারীরা | এসটিএফ সূত্রে খবর, ধৃত দু’জনের নাম দীপ্তজিৎ সেন ও কাজল মুখোপাধ্যায়। ২৯ বছরের দীপ্তজিৎ বসিরহাটেরই জিরাকপুরের বাসিন্দা। কাজলের বয়স ৪০ বছর। এসটিএফের হাতে ধরা পড়ে জেরার মুখে নিজেদের অপরাধ কবুল করেছে তারা| জানিয়েছে যে অনেকদিন ধরে বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে জড়িত| নিজেদের বাড়িতে বসেই এসব করে। মঙ্গলবার ধৃত দীপ্তজিৎ ও কাজলকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চায় এসটিএফ| এই দু’জনের অস্ত্র কারবারের সঙ্গে আর কারা জড়িত, ক্রেতাই বা কারা, সীমান্তের ওপারে বেআইনি অস্ত্রের আনাগোনা আছে কি না, তাদের জেরা করে এসব তথ্য হাতে পেতে চান তদন্তকারীরা|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *