প্রসেনজিৎ ধর, কলকাতা :- বড়বাজারের অগ্নিকাণ্ড স্থল পরিদর্শনের পর সেখান থেকে সোজা পার্ক স্ট্রিট চত্বরে ‘সারপ্রাইজ় ভিজ়িটে’ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কিছু খাবারের দোকানের পরিস্থিতি দেখে দৃশ্যত বিরক্ত মুখ্যমন্ত্রী। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী জানান, “এখানে এত গ্যাস সিলিন্ডার, যদি ফেটে যায়, তা হলে তো ৫০ হাজার লোক মরে যাবে!” কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং দমকল মন্ত্রীকে রেস্তরাঁর প্রতিনিধিদের ডেকে দ্রুত আলোচনায় বসে সমস্যা সমাধানের নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার ম্যাগমা হাউসের সামনে এসে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘আগুন লাগলে দমকল কী করবে? ধোঁয়া সামাল দেওয়াই তো মুশকিলের। এত সিলিন্ডার বিস্ফোরণ হলে তো ৫০ হাজার লোক মারা যাবে। আমি মেয়র, কলকাতা পুলিশ কমিশনার, দমকলকে বলেছি এখানে বসে ওদের ডাকবে। জরুরি মিটিং করবে। আমি যেটা বলেছি সেটাই হবে। রেস্তোরাঁর ছাদ বন্ধ করা হবে না।’কেন ম্যাগমা হাউসে আচমকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী? উত্তরে তিনি বলেন, সম্প্রতি এক জনের থেকে তিনি পার্ক স্ট্রিটের রেস্তরাঁগুলির পরিস্থিতি নিয়ে জানতে পারেন। তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন, যাতে দ্রুত বিষয়টিতে নজর দেওয়া হয়। নির্দিষ্ট একটি রেস্তরাঁর বিষয়েও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। মমতাকে তিনি বলেছিলেন, ওই রেস্তরাঁয় একটিই মাত্র ছোট সিঁড়ি রয়েছে। কোনও দুর্ঘটনা ঘটলে কেউ নীচে নামতে পারবেন না বলে মুখ্যমন্ত্রীর কাছে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। ওই তথ্য পাওয়ার পরে বৃহস্পতিবার বড়বাজার থেকে সটান পার্ক স্ট্রিট চত্বরে রেস্তরাঁগুলির পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন মমতা।
Hindustan TV Bangla Bengali News Portal