দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আবার অগ্নিকাণ্ড কলকাতায়। চিনার পার্কের পর এবার লেকটাউনে ভরদুপুরে ভয়াবহ আগুন। লেকটাউন দক্ষিণদাড়িতে একটি স্টুডিওতে হঠাত্ করেই লাগে আগুন। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন।যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। লেকটাউন দক্ষিণদাঁড়িতে একটি বহুতলের দোতলায় রয়েছে ওই স্টুডিওটি। ঘড়ির কাঁটায় বৃহস্পতিবার দুপুর তিনটে, সেই সময় আগুনের লেলিহান শিখা গ্রাস করে সম্পূর্ণ স্টুডিওকে। খবর যায় দমকলে। দমকলের পরপর দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। লেকটাউন থানার পুলিশও যায়। আগুন নেভানোর কাজে হাত লাগান দমকল কর্মীরা। কীভাবে ওই ফিল্ম স্টুডিওতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লাগলেও লাগতে পারে। তবে অন্যান্য সম্ভাবনাও খতিয়ে দেখা হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহুর্তে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে হতাহতের কোন খবর নেই বলে পুলিশ সূত্রে মারফত জানা গিয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal