দেবরীনা মণ্ডল সাহা :- কদিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ জেলা। সেখানের সামশেরগঞ্জ, ধুলিয়ান এবং নানা এলাকায় হিংসা ছড়িয়ে পড়েছিল। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সেখানে পৌঁছে যেতে হয়েছিল। বিরোধীরা মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করতে শুরু করেন। এবার সেই মুর্শিদাবাদেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সূত্রের খবর, আগামী সোমবার অর্থাৎ ৫ মে মুর্শিদাবাদ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি সরকারের তরফে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি। সেখানে পৌঁছেই সুতি, সামশেরগঞ্জ-সহ একাধিক এলাকা ঘুরে দেখবেন তিনি। হিংসা কবলিত এলাকায় গিয়ে কথা বলতে পারেন স্থানীয়দের সঙ্গে। সেই সঙ্গে তুলে দেবেন আর্থিক ক্ষতিপূরণ। সফরকালে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন এবং রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের হাতে মুখ্যমন্ত্রী সুবিধা তুলে দেবেন বলে জানা যাচ্ছে। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দিনভর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ারও কথা রয়েছে তাঁর।জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের জন্য এখনও চূড়ান্ত কোনও জায়গা ঠিক হয়নি। সুতি বিধানসভার ছাবঘাটি ময়দানের কথা ভাবা হচ্ছে। গত ১৯ এপ্রিলও এই মাঠে মুখ্যমন্ত্রী এক প্রশাসনিক সভা করেছিলেন। যদি এই জায়গায় না হয় তাহলে কোথায় হবে, তা বোঝা যাচ্ছে না। ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ওই দিন সামশেরগঞ্জ ও ধুলিয়ানে যাবেন। সেখানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন এহং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথাও বলবেন। তাঁদের হাতে তুলে দেবেন সহায়তা।তাছাড়া এবার জেলা সফর শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক জেলাতেই যাবেন তিনি। আর সেটাই মুর্শিদাবাদ দিয়ে শুরু হতে চলেছে। কারণ আগামী ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন আছে। সেখানে মুর্শিদাবাদের মানুষজনকে এই হিংসার পর সাহস জোগাতে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর।
Hindustan TV Bangla Bengali News Portal