দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আবার শহরে বিধ্বংসী আগুন। সেক্টর ফাইভের ফ্লেক্স তৈরির কারখানায় ভয়াবহ আগুন। একের পর এক বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। অফিস পাড়ায় একেবারে ভয়াবহ পরিস্থিতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এটা ফ্লেক্স তৈরির কারখানা। সেখানে দাহ্য পদার্থে ঠাসা রয়েছে। সেখানে একের পর এক বিস্ফোরণ হচ্ছে।দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের অন্তত ছ’টি ইঞ্জিন। যান দমকল মন্ত্রী সুজিত বসু।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর ২টো নাগাদ হঠাৎ টেকনোপলিসের কাছে একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ জমা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দও শুনতে পান স্থানীয়রা। আগুন মুহূর্তে কারখানার বাকি অংশে ছড়িয়ে পড়ে। গলগল করে কালো ধোঁয়া বেরোতে থাকে। দাউদাউ করে জ্বলতে থাকে কারখানা। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন দমকল কর্মীরা। পাঁচিল টপকে কারখানার ভিতরে ঢোকার চেষ্টা করছেন তাঁরা।আগুন কীভাবে লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গেই আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে সেটা দেখা হচ্ছে। এদিকে কারখানার বাইরে থেকেও দেখা যায় আগুনের লেলিহান শিখা একেবারে দাউ দাউ করে জ্বলছে। দমকল আগুন নিয়ন্ত্রণে আনার সবরকম চেষ্টা করে। কিন্তু একের পর এক বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। মনে করা হচ্ছে ভেতরে এমন কিছু ঠাসা রয়েছে যে আগুনের কুন্ড ওই ভাবে ওপর দিকে উঠতে থাকে।কয়েকদিন আগেই কলকাতার বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১৫ জন। তাঁরা সকলেই ভিন্ রাজ্যের শ্রমিক, কাজের সন্ধানে এসেছিলেন এই শহরে। তবে বাড়ি ফেরা আর হল না। ময়নাতদন্তে জানা গিয়েছে, অধিকাংশের মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে।
Hindustan TV Bangla Bengali News Portal