প্রসেনজিৎ ধর, কলকাতা :-বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা, বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ অন্যান্য আইনজীবীদের হেনস্থার অভিযোগের ঘটনা অনুসন্ধান করতে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যারা এই ঘটনায় যুক্ত তাদের শনাক্ত করে রিপোর্ট পেশ করার নির্দেশ। আগামী ১৯ মে রিপোর্ট পেশ করতে হবে।সুপার নিউমেরারি পদে উচ্চ প্রাথমিক নিয়োগ মামলা নিয়ে ঘটনার সূত্রপাত। উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের একাংশের দাবি, দিনের পর দিন কাটলেও মামলার সুরাহা হয়নি কিছুই। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সঙ্গে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের যোগসাজশে মামলা বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ। এই অভিযোগে বিকাশরঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন চাকরিপ্রার্থী।চাকরিপ্রার্থীরা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিকাশরঞ্জনকেই এর জন্য দায়ী করেছেন। তাঁদের দাবি, বিচারপতির সঙ্গে বিকাশের ‘আঁতাঁত’ রয়েছে। ঘটনার শুরু সেই থেকেই। শুক্রবার আদালতে এই মামলার শুনানি ছিল। সেখানে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় কলকাতার পুলিশ কমিশনারকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। বলেছেন, যারা এই ঘটনায় যুক্ত তাদের শনাক্ত করে ১৯ মে রিপোর্ট পেশের করতে হবে। এছাড়াও ওল্ড পোস্ট অফিস স্ট্রিট এবং কিরণশংকর রায় রোডের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। এই ঘটনার প্রেক্ষিতে রাজু দাস, শুভেন্দু দাস, অতনু রায়, তপনকুমার মণ্ডল, চন্দন মৃদ্দা, শিবানী কুইট্টি, সঞ্জয় বৈরাগী ও কুণাল ঘোষকে নোটিশ পাঠানোর নির্দেশ দেয় আদালত। প্রত্যেককে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট।
Hindustan TV Bangla Bengali News Portal