Breaking News

জন্মের ভুয়ো শংসাপত্র জমা দিয়ে পাসপোর্টের আবেদন!ফের কলকাতায় গ্রেফতার ১ যুবক

প্রসেনজিৎ ধর, কলকাতা :-জন্মের ভুয়ো শংসাপত্র দিয়ে পাসপোর্টের আবেদন করে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের হাতে গ্রেফতার এক ব্যক্তি। লালবাজার সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তির নাম মহম্মদ আফতাব আলম| তিনি কলকাতার রাজাবাগানের বাসিন্দা বলে এখনও পর্যন্ত জানতে পেরেছেন তদন্তকারীরা| তদন্ত নেমে লালবাজারের গোয়েন্দারা আরও জানতে পেরেছেন, মালদহের মানিকচকের উত্তর চণ্ডীপুর গ্রাম থেকে জন্মের শংসাপত্র ইস্যু হয়েছিল ওই ব্যক্তির |তাঁর পাসপোর্টের আবেদনটি দেখে তদন্তকারীদের সন্দেহ হয়| ফলে সেটি ভেরিফিকেশনে ফেলা হয়| এরপরে তথ‍্য যাচাই করতে গিয়ে এসসিও জানতে পারে সেই তথ্য সঠিক নয়| আদতে ওই ব্যক্তির জন্ম শংসাপত্রটিই একেবারেই নকল | আর তারপরই আফতাবকে গ্রেফতার করা হয় । শনিবার ধৃতকে আলিপুর পুলিশ আদালতে পেশ করা হয়| এদিকে, পাসপোর্ট মামলায় ধৃত আজাদ মল্লিকের বিরুদ্ধে আরও একাধিক বিস্ফোরক তথ্য পেয়েছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, গত ২০১৩ সালে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকে পাক নাগরিক আজাদ। নিজের ভারতীয় পরিচয়পত্র তৈরি করতে আজাদ খরচ করেছিল ১ লক্ষ টাকা। প‍্যান, ভোটার ও আধার কার্ড তৈরি করে দিতে আজাদ। আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেনের হয়ে কাজ করত একাধিক এজেন্ট ও সাব এজেন্ট। এখনও পর্যন্ত অন্তত ১০০ জন বাংলাদেশি নাগরিকের ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দিয়েছে আজাদ। তাদের পাসপোর্ট ও ভিসা পাইয়ে নিয়েছে আলাদা টাকা। ভিসা তৈরির বিনিময়ে কমপক্ষে এক থেকে দেড়লক্ষ টাকা নিত সে। পাসপোর্ট তৈরির দর ছিল ন্যূনতম আড়াই লক্ষ টাকা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *