দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বেহালাবাসীদের জন্য সুখবর, এবার পার্পেল লাইনে বাড়তে চলেছে মেট্রো পরিষেবার সংখ্যা| এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে | আগামী সোমবার থেকে এই অতিরিক্ত ট্রেন পরিষেবা পাবেন জোকা-মাঝেরহাট মেট্রো রুটের যাত্রীরা| সেই সূত্রে দুটি ট্রেনের মাঝের সময়ের ব্যবধানও কমছে| আগে ৫০ মিনিট অন্তর সংশ্লিষ্ট রুটে ছুটত মেট্রো| এবার ২২ মিনিট অন্তর চলবে ট্রেন| আগে সারাদিনে চলত ৯ জোড়া অর্থাৎ ১৮টি ট্রেন| এবার থেকে তা বেড়ে হচ্ছে ২০ জোড়া | মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের দাবি মেনেই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হল| এতদিন সকাল ৮ টা ৫৫ মিনিটে পাওয়া যেত দিনের প্রথম মেট্রো | সোমবার থেকে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮টা ২৭ মিনিট| একইভাবে দুপুর ৩টে ৩৫ মিনিটের বদলে দুপুরে শেষ মেট্রোটি ছাড়বে ৩টে ২৮ মিনিটে | তবে আগের মতোই শনি এবং রবিবার পার্পল লাইনে (জোকা-মাঝেরহাট মেট্রো রুটে) যাত্রী পরিষেবা বন্ধই থাকবে এদিকে, এসপ্ল্যানেড-শিয়ালদহের মধ্যে মেট্রো চলাচল এখন শুধু সময়ের অপেক্ষা। গত রবিবার এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশের লাইন পরিদর্শন করলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) সুমিত সিংঘল। তাঁর পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার অনুজ মিত্তাল-সহ কলকাতা মেট্রোর অন্যান্য আধিকারিকরা। ট্র্যাক, টানেল, টানেল ভেনটিলেশন, এমার্জেন্সি রেসপন্স ফিচার-সহ যাত্রী পরিষেবার একাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি তাঁরা খতিয়ে দেখেন। সূত্রের খবর, গোটা অংশের প্রস্তুতিতে সিআরএস সুমিত সিংঘল সন্তুষ্ট। এবার তিনি সবুজ সংকেত দিলেই এই লাইনে যাত্রী নিয়ে ছুটবে মেট্রো।
Hindustan TV Bangla Bengali News Portal