Breaking News

‘পূর্ণম সাউকে ফেরাতেই হবে’,নিখোঁজ বাংলার জওয়ানকে নিয়ে বললেন মুখ্যমন্ত্রী !

প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রায় দু’সপ্তাহ হয়ে গেল নিখোঁজ বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। গত ১৩ দিন ধরে খোঁজ নেই তাঁর। পহেলগাঁওতে জঙ্গি হামলায় সীমান্তে টহলদারি বাড়ায় বিএসএফ। সেই কাজ করতে গিয়ে ‘ভুল করে’ পাক ভূখণ্ডে ঢুকে পড়েন পূর্ণম কুমার সাউ। সোমবার বহরমপুর রওনা হওয়ার আগে হাওড়ার ডুমুরজলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন, ”খুবই দুঃখজনক ঘটনা। আমাদের জওয়ান, সাউজির খবর নেই। আমাদের তরফে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। পূর্ণম সাউকে ফিরিয়ে আনতেই হবে।” কিন্তু বিদেশমন্ত্রক এনিয়ে এখনও কোনও তথ্য দেয়নি। এ নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।পাশাপাশি পহেলগাঁও হামলার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘এই বিষয়ে কেন্দ্র যা পদক্ষেপ নেবে, আমরা সম্পূর্ণ সমর্থন করব। ভাগাভাগি আমরা করি না।’স্বামীর খোঁজে বিএসএফ জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী ও পরিবারের কয়েকজন পাঠানকোট গিয়েছিলেন। সেখানে পূর্ণমের পোস্টিং ছিল। সেখানকার সীমান্তে কাজ করতে গিয়েই ভুলবশত পাক ভুখণ্ডে ঢুকে পড়েছিলেন বিএসএফ জওয়ান। কিন্তু তাঁর কর্মস্থলে গিয়েও কোনও খবর পায়নি পরিবার। কিছুটা হতোদ্যম হয়ে ফিরে এসেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *