নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে বিগত কিছু সময় ধরে উত্তপ্ত মুর্শিদাবাদ। এরই মধ্যে সোমবার তিনদিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | মুখ্যমন্ত্রীর এই সফরকে তীব্র কটাক্ষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এদিন সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সমস্ত পোড়া দাগ, ক্ষতচিহ্নকে সারিয়ে ফেলার জন্য তিনি (মুখ্যমন্ত্রী) সময় দিয়েছেন। মন্দির বা বাড়ি সারাই করতে তাঁর অফিসাররা দৌড়েছেন। মুখ্যমন্ত্রী যাওয়ার আগে যেন কোনও দাঙ্গার ক্ষতচিহ্ন না থাকে। যেসমস্ত গাড়ি পুড়ছে, সেইসব সরিয়ে ফেলা হয়েছে।’ যোগ করেন, “সবকিছু ধামাচাপা দিয়ে উনি দেখাবেন যে কিছুই হয়নি। ওনার দলের নেতারা যেমন বলেন ভুল রিপোর্ট দেওয়া হয়েছে।” মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে ক্ষতিগ্রস্ত মানুষজনের সঙ্গে কথা বলতে শুরু করেছেন। আর ক্ষতিপূরণও দেন। সকলের পাশে থাকার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দিলীপ ঘোষ এইসবের বিরোধিতা করেছেন। প্রাক্তন বিজেপি সাংসদের বক্তব্য, ‘এখন আর মানুষের ক্ষত দূর হবে না। উনি যদি দু’একদিনের মধ্যে যেতেন, লোক ওনাকে বিশ্বাস করতে পারত। এখন মুর্শিদাবাদের লোক আর বিশ্বাস করে না। কারণ তাঁরা বারবার প্রতারিত হচ্ছেন। সুযোগ পেলেই হিন্দুদের বাড়ি ছাড়া করা হয়। তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে।’
Hindustan TV Bangla Bengali News Portal