Breaking News

‘‌বাংলা ভাষী শ্রমিকদের অত্যাচার করা হয়েছে’‌, এবার গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

প্রসেনজিৎ ধর :-ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি| অভিযোগ, শুধু কাজের জায়গায় নয়, বাংলায় কথা বললেই অপমান, নিগৃহীত, এমনকী শারীরিক হেনস্থার শিকার হচ্ছেন বাংলার শ্রমিকরা| ইতিমধ্যেই, এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান| সরব হয়েছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামও| এই পরিস্থিতিতে এবার গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সোমবার মুর্শিদাবাদ সফরের প্রথম দিনে বহরমপুরে দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন তিনি| সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের অশান্তি এবং হিংসা করা হয়েছে পরিকল্পনা করে বলে সর্বসমক্ষে জানিয়ে দেন| প্রধান বিরোধী দল বিজেপিকে নিশানা করেন তিনি| মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আমার কাছে খবর আছে, ওড়িশায় আমাদের রাজ্যের শ্রমিকরা কাজ করতে গিয়ে বাংলায় কথা বলেছে বলে তাঁদের মারা হয়েছে! কেন হবে এটা? বাংলায় কথা বলা কি দোষের? শুধু ওড়িশায় নয়, বিহার, রাজস্থান, মহারাষ্ট্রেও বাংলাভাষী শ্রমিকদের উপর অত্যাচার করা হয়েছে। এই সমস্ত রাজ্যের সরকারের উদ্দেশে বলছি, এসব বন্ধ করুন। স্বরাষ্ট্রসচিবকে বলেছি বিষয়টা নিয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে। ইতিমধ্যেই ডিজি ওড়িশার ডিজির সঙ্গে কথা বলেছেন।’‌গত কয়েক মাস ধরে বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থা, মারধর, এমনকী লুটপাটের অভিযোগ সামনে এসেছে । কোথাও তাঁদের কাছ থেকে জোর করে উপার্জনের টাকা কেড়ে নেওয়া হচ্ছে ৷ কোথাও আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটছে | শ্রমিকদের অভিযোগ, স্থানীয় পুলিশের কাছেও সঠিক সহায়তা মিলছে না| এই সব খবর সামনে আসতেই রাজ্য সরকার সক্রিয় হয় |পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ান রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম| পাশাপাশি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার শ্রমিকদের নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন সাংসদ ইউসুফ পাঠান ও সামিরুল ইসলাম |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *