দেবরীনা মণ্ডল সাহা :-ডাইরিয়া প্রকোপ বাড়ছে টিটাগড় ,খড়দহ, পানিহাটির বিস্তীর্ণ অঞ্চলে। তিন পুরসভা মিলিয়ে আক্রান্তের সংখ্যা কমপক্ষে ৫০। জানা গিয়েছে, গত দু দিন ধরে ক্রমশ ভিড় জমছে, খড়দহের বলরাম হাসপাতালে। সমস্যা প্রায় সবারই এক, অসম্ভব পেটে ব্যথা আর বমি। চিকিৎসার পরই জানতে পারা যাচ্ছে রোগটি ডায়রিয়া। এই নিয়ে দু দিনে অন্তত ওই হাসপাতালে ডাইরিয়া রোগে আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৫০।পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে’র দাবি, “১নম্বর ওয়ার্ডের একজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।” খড়দহ পুরসভার চেয়ারম্যান নীলু সরকারের বক্তব্য, তাঁর পুর এলাকার তিনজনের শরীরে ডায়রিয়া ধরা পড়েছে। স্বাভাবিকভাবে টিটাগড় পুরসভার পানীয় জলের সমস্যা থেকেই এই রোগ ছড়িয়েছে বলেই দাবি করা হচ্ছে।এনিয়ে টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ জানিয়েছেন, “১৪ ও ২২ নম্বর ওয়ার্ডের ১৫-২০জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সকালে আমি ওই এলাকায় গিয়েছিলাম। আমার মনে হয় দু-একটি পানীয় জলের কলে কোনও সমস্যা হয়েছে। গোটা এলাকায় সমস্যা নেই। পানীয় জলের নমুনা সংগ্রহ করে এদিনই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আতঙ্কিত হবেন না। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গল, বুধবারের মধ্যে এলাকায় মেডিক্যাল ক্যাম্প করা হবে।” আক্রান্ত রোগীদের কারোর বাড়ি, পানি হাটি, কারোর বাড়ি টিটাগড় আবার কারোর বাড়ি আবার খড়দহে। ডাইরিয়া আক্রান্তের সংখ্যায় প্রায় ভরে গিয়েছে গোটা হাসপাতাল। মুহুর্মুহু ডাইরিয়া আক্রান্ত রোগীদের আসাকে কেন্দ্র করে, দুশ্চিন্তা বাড়ছে খড়দহের বলরাম বসু হাসপাতালে। আবার কারোর অবস্থা হয়ে পড়েছে এতটাই আশঙ্কাজনক যে তাকে স্থানান্তরিত করতে হয়েছে অন্যত্র হাসপাতালে। ইতিমধ্যে খড়দহ পুরসভা ও খড়দহ র এর বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে ৩০০০ স্যালাইন দেওয়া হয়েছে বলরাম হাসপাতালকে।
Hindustan TV Bangla Bengali News Portal