Breaking News

রাত পোহালেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ!কোথায় দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল?জানুন রিভিউ-স্ক্রুটিনি প্রক্রিয়া

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মাধ্যমিকের পর এবার প্রকাশিত হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল| এই বছরই শেষ বার্ষিকভাবে প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল| বুধবার দুপুর সাড়ে বারোটা থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মেধাতালিকা প্রকাশ করবেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য|

পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফলাফল | তবে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পাবেন বেলা দুটো থেকে| উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিজস্ব ওয়েবসাইট থেকেই দেখা যাবে ফলাফল| পরীক্ষার্থীরা *https://result.wb.gov.in* এবং *https://results.digilocker.gov.in/* এই দুটি ওয়েবসাইটে নিজেদের ফলাফল জানতে পারবেন । এছাড়া WBCHSE Results অ্যাপের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা | তবে ফলপ্রকাশের পরের দিন অর্থাৎ 8 মে নিজেদের স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন পড়ুয়ারা |
সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, তৎকাল রিভিউ ও স্ক্রুটিনির আবেদন গ্রহণ করা হবে ৮ মে রাত ১২টা থেকে ১১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তৎকাল স্ক্রুটিনির জন্য ৬০০ টাকা এবং রিভিউয়ের প্রতি বিষয়ের জন্য ৮০০ টাকা লাগবে। তৎকাল ছাড়া সাধারণ স্ক্রুটিনির ও রিভিউয়ের আবেদন গ্রহণ করা হবে ৮ মে, রাত ১২টা থেকে ২২ মে, ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সাধারণ স্ক্রুটিনির জন্য ১৫০ টাকা এবং রিভিউয়ের জন্য ২০০ টাকা করে লাগবে। রিভিউ শুধুমাত্র ২টি বিষয়ের উপর করা যাবে। এই পুরো প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করতে হবে। যারা রিভিউ বা স্ক্রুটিনির আবেদন করবে, তারা আরটিআই (তথ্যের অধিকার আইন) করতে পারবে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *