দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বড় বাজারের পর এবার পোদ্দার কোর্ট| বুধবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড লালবাজারের অদূরে পোদ্দার কোর্টে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেয় দমকলের ৮টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। দমকল সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা ১২টা নাগাদ পোদ্দার কোর্টের ওই অফিসবাড়িতে আগুন লাগে। ওই বাড়ির নীচের অংশে একাধিক ইলেকট্রনিক্স সরঞ্জামের দোকান রয়েছে। তারই একটি দোকানে আগুন দেখা যায়। কিছু সময়ের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আগুন লাগার খবর ছড়াতেই আতঙ্ক ছড়ায় আশপাশে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেছিল। কিন্তু সেই আগুন ক্রমশ বাড়তে থাকে। পোদ্দার কোর্টে একাধিক অফিস, দোকান রয়েছে। দিনের ব্যস্ত সময়ে অফিসগুলিতে শতাধিক মানুষ কাজ করছিলেন। পোদ্দার কোর্টের ঢিল ছোঁড়া দূরত্বে লালবাজার। দ্রুত পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে আসে। পোদ্দার কোর্ট খালি করে দেওয়া হয়। সব অফিস কর্মীদের নীচে নামিয়ে আনা হয়।প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন বাড়তে থাকায় পরে আরও ৫টি ইঞ্জিন আনা হয়। প্রাথমিক তদন্তে দমকল কর্তাদের অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা হতে পারে। তবে সংশ্লিষ্ট বহুতলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।শটসার্কিট থেকে ওই আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দোকানের এসি থেকেও ওই আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের পর তদন্ত শুরু হবে। এই কথাও বলা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেই বিষয়টি এখনও জানা যায়নি। আগুনে কোনও হতাহত হয়নি বলে খবর।
Hindustan TV Bangla Bengali News Portal