প্রসেনজিৎ ধর, কলকাতা :- পাকিস্তানকে ইতিমধ্যেই অপারেশন সিঁদুরের মাধ্যমে পহেলগাঁও হত্যালীলার জবাব দিয়েছে ভারত | এরই মধ্যে জরুরি ভিত্তিতে সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন ৷ আর সেই পথ ধরেই, কর্মীদের ছুটি অনির্দিষ্টকালের জন্য বাতিলের নির্দেশিকা জারি করল কলকাতা পুরনিগম |জানা গিয়েছে, অনির্দিষ্টকালের জন্য কলকাতা পুরসভার সব কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কেবলমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুমতিতেই ছুটি মিলতে পারে। এছাড়া ২৪ ঘণ্টা বিপর্যয় মোকাবিলা বিভাগকে সতর্ক থাকতে হবে, মূলত রাতে। টালা ট্যাঙ্ক-সহ কলকাতা পুরসভার সমস্ত জলাধার ও স্থাপত্যে নজরদারি বাড়াতে হবে। ২৪ ঘণ্টা নজরদারি চলবে। দিনে এবং রাতে, অর্থাৎ সবসময় পুরসভার জলের ট্যাঙ্ক প্রস্তুত রাখতে হবে। বিপর্যয় মোকাবিলা সামগ্রী (ত্রিপল-সহ অন্যান্য জিনিস) এবং ত্রাণ (চাল, ডাল-সহ শুকনো খাবার) সামগ্রী সব সময় প্রস্তুত রাখতে হবে। প্রয়োজনে নতুন করে সংগ্রহ করে তা মজুত করতে হবে।সূত্রের খবর, ২৪ ঘণ্টা কলকাতা পুরসভার কন্ট্রোল রুম খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সর্বদা আধিকারিকদের কন্ট্রোল রুমে উপস্থিত থাকতে হবে। বর্ষীয়ান এবং গুরুত্বপূর্ণ আধিকারিকদের মোবাইল সব সময় অন রাখতে হবে। রাতেও যেন মোবাইল বন্ধ না করা হয়। অর্থাৎ যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে যাতে সহজেই যোগাযোগ করা যায়। ইতিমধ্যেই কলকাতা পুরসভার সমস্ত বিভাগীয় আধিকারিককে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।বুধবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |শুধু তাই নয়, এই সময়ে ‘অযথা আতঙ্কিত’ না হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি, পরিস্থিতির উপর নজর রাখার জন্য পুলিশ-প্রশাসনকে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী।
Hindustan TV Bangla Bengali News Portal