Breaking News

‘পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়’!সেনা জওয়ানের বাড়িতে এল হুমকি চিঠি, নেপথ্যে কারা?

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :-কর্মরত বিএসএফ জওয়ানের বাড়িতে হুমকি চিঠি, এই ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্কে পরিবার| নিরাপত্তাহীনতায় ভুগছেন জওয়ানের স্ত্রী | নদিয়ার শান্তিপুরের এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে | স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরের বাসিন্দা বিশ্বজিৎ নাগ বিএসএফে কর্মরত| ত্রিপুরায় ভারত-বাংলাদেশ বর্ডারে পোস্টিংয়ে রয়েছেন| বাড়িতে স্ত্রী সুর্পণা নাগ দুই সন্তানকে নিয়ে একাই থাকেন| একই পাড়া থাকেন বিশ্বজিতের দাদারা| জওয়ানের স্ত্রী জানিয়েছেন, উঠোনে হুমকি চিঠি পড়ে থাকতে দেখেন| তাতে লেখা রয়েছে, ‘পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়| ত্রিপুরায় আছে, বাংলাদেশিদের ধরছে। বাড়িতে একা আছে|’ এই হুমকি চিঠি পাওয়ার পরই আতঙ্কে রয়েছেন সুর্পণাদেবী। তিনি বলেন, “স্বামী ত্রিপুরায় কর্মরত রয়েছেন। বাড়িতে সন্তানদের নিয়ে একা থাকি। আতঙ্কে আছি। ওঁরা দেশের নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে। এদিকে পরিবার হুমকির মুখে পড়ছে। কে বা কারা এই চিরকুট ফেলে গেল তা বুঝতে পারছি না।”এই প্রসঙ্গে বিএসএফ জওয়ানের দাদা বলেন, “ভাই এই ঘটনা জানার পর খুবই উদ্বিগ্ন । ঘটনার জন্য যে বা যারা দায়ী, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত ৷ পাকিস্তান ও বাংলাদেশের সমর্থকরা এই ঘটনার সঙ্গে যুক্ত বলে আমি মনে করি। তাদের মনে ভারত বিদ্বেষ ছাড়া আর কিছু নেই | ” শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বিএসএফ জওয়ানের পরিবার | ইতিমধ্যে, ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ |এই ঘটনার চরম নিন্দা করেন বিজেপি নেতা সোমনাথ কর বলেন, “যাঁদের জন্য প্রতিটা ভারতবাসী রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন, তাঁদের পরিবারের লোকজনকে রাতে ঘুমোতে দেবে না ! এই ধরনের বেশ কিছু ভারত বিদ্বেষী, পাকিস্তান ও বাংলাদেশ পন্থী লোকজন এখনও দেশে রয়েছে | প্রশাসনের উচিত, এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া | কিছুদিন আগেই তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলর ভারত বিরোধী পোস্ট করেছেন | গোটা দেশজুড়ে ভারত বিরোধীরা ছড়িয়ে| অবিলম্বে প্রশাসনকে কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *