Breaking News

নয়া পার্কিং প্লাজার পরিকল্পনা সল্টলেক সেক্টর ফাইভে!বরাদ্দ ১ একর জমি

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পার্কিংয়ের জট থেকে রাস্তা মুক্ত রাখতে নতুন করে সল্টলেকের পাঁচ নম্বর সেক্টর তথা
শিল্পতালুকের সিপি ব্লকে পার্কিং প্লাজা তৈরির পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই তার জন্য পরিচালন সংস্থা নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ এক একর জমিও সরকারের থেকে পেয়েছে। দু’টি তল বিশিষ্ট ওই পার্কিং প্লাজ়ায় ৭০০টি গাড়ি রাখা সম্ভব হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছেন। পাঁচ নম্বর সেক্টরে ইতিমধ্যেই একটি এমন গাড়ি রাখার প্লাজা রয়েছে। নতুন ওই পার্কিং প্লাজা তৈরি করতে বছর দেড়েক সময় লাগবে বলে জানা গিয়েছে।অফিসপাড়ায় গাড়ির গতি মন্থর হওয়ার এবং দিন ও রাতের ব্যস্ত সময়গুলিতে যানজট হওয়ার প্রধান কারণ হল পার্কিং সংমস্যা। এখানকার অফিস বিল্ডিংগুলির সামনে অজস্র বাইক, স্কুটার, চারচাকা গাড়ি পার্ক করে রাখা হয়। ফলে রাস্তার প্রস্থ ক্রমশ সঙ্কীর্ণ হয়ে পড়ে।সঙ্কীর্ণ পথ ধরে যান চলাচল করাতে গিয়ে রীতিমতো নাভিঃশ্বাস উঠে যায় ট্রাফিক পুলিশের। কোনও বিপদ ঘটলে আপৎকালীন পরিষেবা পৌঁছতে অনেক বেশি সময় লেগে যায়।এই প্রেক্ষাপটে এবার সল্টলেক সেক্টর ফাইভে আরও একটি দোতলা পার্কিং প্লাজা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে রাস্তায় পার্ক করে রাখা গাড়ির সংখ্যায় রাশ টানা সম্ভব হয়।সল্টলেক সেক্টর ফাইভের সিপি ব্লকে এই নয়া পার্কিং প্লাজাটি নির্মাণ করা হবে। সেখানে একসঙ্গে সর্বাধিক ৭০০ গাড়ি পার্ক করে রাখা সম্ভব হবে। এটির নির্মাণকাজ সম্পূর্ণ করতে প্রায় দেড় বছর সময় লাগবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই কাজের জন্য নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ কর্তৃপক্ষকে ১ একর জমি দিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত, সল্টলেক সেক্টর ফাইভে এমন আরও একটি পার্কিং প্লাজা রয়েছে। এবার সেই সংখ্যা বাড়তে চলেছে।প্রশাসন সূত্রের খবর, শিল্পতালুকে ২৩০টি বাণিজ্যিক বহুতল রয়েছে। সেই সব জায়গায় দু’হাজারের মতো অফিস রয়েছে। পাঁচ নম্বর সেক্টরে প্রতিদিন আড়াই হাজারের কাছাকাছি গাড়ি চলাচল করে। যে কারণে অজস্র রাস্তায় গাড়ি ও বাইকের পার্কিং রয়েছে। এর বাইরেও একটি বহুতল পার্কিং প্লাজ়া আছে। এক আধিকারিকের কথায়, ‘‘পাঁচ নম্বর সেক্টরে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের বিভিন্ন অফিসই শুধু নয়, তার বাইরেও মাল্টিপ্লেক্স, শপিং মল, হোটেল, রেস্তরাঁ, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সে সবের সংখ্যা ক্রমবর্ধমান। ফলে গাড়ি চলাচল ভবিষ্যতে আরও বাড়বে। তার জন্য রাস্তাও প্রশস্ত হওয়া প্রয়োজন। তাই রাস্তা পার্কিংমুক্ত রাখতে নতুন করে পার্কিং প্লাজার কথা ভাবা হয়েছে।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *