নিজস্ব সংবাদদাতা :-সেনা ছাউনির কাছ থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক । জেরায় নিজেকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রাক্তন কর্মী বলে দাবি করেছেন ধৃত বাংলাদেশি | পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার ব্যাংডুবি সেনা ছাউনির কাছ থেকে ওই বাংলাদেশি নাগরিককে আটক করেন সেনাবাহিনীর জওয়ানরা ।সূত্রের খবর, এমএম তরাই এলাকার বাসিন্দারা প্রথমে ওই ব্যক্তিকে দেখতে পান। তারপর ওই ব্যক্তির গতিবিধি নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং সেনাবাহিনীকে বিষয়টি জানান। তারপর ব্যাঙডুবি সেনা ছাউনির ৫ এফওডি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে। পরে তাকে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম আশরাফুল আলম। মাঝবয়সি এই ব্যক্তি কেমন করে বাংলাদেশ থেকে এখানে এলেন? প্রাক্তন গোয়েন্দার এমনভাবে আসার কারণ কী? কে তাঁকে এখানে পাঠিয়েছে? এইসব প্রশ্নের উত্তর জানতে জেরা করা হচ্ছে। প্রথমে আটক করা হলেও পরে সন্দেহ বাড়তেই গ্রেফতার করা হয়েছে আশরাফুলকে। এই ব্যক্তি বাংলাদেশের রংপুর জেলার বাদরগাছ এলাকার বাসিন্দা বলে পুলিশকে জানান। আশরাফুল আলমের দাবি, তিনি বাংলাদেশ সরকারের প্রাক্তন গোয়েন্দা দফতরের সঙ্গে যুক্ত ছিলেন।পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, প্রায় ৬ মাস আগে রাজশাহী সীমান্ত দিয়ে নদী পেরিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করেন আশরাফুল আলম। প্রাক্তন গোয়েন্দা হলে তো বৈধ পাসপোর্ট, ভিসা নিয়েই ভারতে আসতে পারতেন | সেখানে অবৈধ পথে কেন এলেন? তার কাছ থেকে এখন কোনও বৈধ পরিচয়পত্র নেই। এখন তাঁকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় | গোটা ঘটনার তদন্তে নেমেছে গোয়েন্দা বিভাগ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
Hindustan TV Bangla Bengali News Portal