নিজস্ব সংবাদদাতা :- ভারত-পাক অশান্তির মাঝেই দেশবিরোধী পোস্ট করার অভিযোগ। নজরে পড়তেই বারাসতের মাংস ব্যবসায়ীকে বেধড়ক মার উত্তেজিত জনতার। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা এলাকায়। আক্রান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শুরু হয়েছে তদন্ত।সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সমর্থনে পোস্ট করায় বারাসতের জনবহুল চাঁপাডালি মোড়ে এক যুবককে গণধোলাই দিল জনতা। অভিযুক্ত রিজোয়ান কুরেশি। চাঁপাডালি মোড়ে একটি মাংসের দোকান রয়েছে তার। সম্প্রতি পহলগাঁও হামলার বদলা নিতে ভারতীয় সেনাবাহিনী যখন অসীম বীরত্বে পাকিস্তানে একের পর এক জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিচ্ছে তখন সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সমর্থনে আপত্তিকর পোস্ট করতে থাকে ওই যুবক। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়।মঙ্গলবার সকালে যুবক তার মাংসের দোকান খুলতে গেলে স্থানীয় যুবকরা বাধা দেয়। এই নিয়ে উত্তেজনা ছড়ালে খবর যায় বারাসত থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছনোর আগেই অভিযুক্ত রিজওয়ানকে গণধোলাই দেওয়া শুরু হয়। পরে পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ ছুটে যায়। কোনওক্রমে পুলিশ আক্রান্তকে উদ্ধার করে। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে বারাসাত থানায়। এদিকে গণপিটুনিতে অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal