Breaking News

ভাঙল রেলের ট্র্যাক, দমদমে লাইনচ্যুত ডাউন বনগাঁ লোকাল!বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল বনগাঁ লোকাল

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন বনগাঁ লোকাল। দমদম জংশন স্টেশনে ঢোকার আগে ওই ট্রেনের চাকা লাইনচ্যুত হয় | ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে| তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ| রেল সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১২টা ১১মিনিটে দমদম প্ল্যাটফর্মে ঢুকছিল ট্রেনটি | তার আগেই লাইনচ্যুত হয়ে যায় বনগাঁ লোকাল | তবে যেহেতু স্টেশনে ঢোকার আগে ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়, এই ক্ষেত্রেও তাই হয়েছিল | তাই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে | ডাউন বনগাঁ লোকাল সময়মতোই শিয়ালদহের দিকে যাচ্ছিল | তবে বিপত্তি ঘটে দমদম স্টেশনের কাছে এসে | ৩৩৮৩০ ডাউন বনগাঁ লোকাল দমদমের ৪ নম্বর প্লাটফর্মে প্রবেশ করার আগে একেবারে শেষের বগিটি বেলাইন হয়ে যায় | রেলের দাবি, যেহেতু বনগাঁ লোকালের গতি সেসময় অনেক কম ছিল, তাই ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের কিংবা বেলাইন হওয়া ওই বগির যাত্রীদের কোনও ক্ষতি হয়নি | তবে ঘটনাটি ঘটা মাত্রই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয় | আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে ৷ দ্রুত ট্রেনটিকে খালি করে দিতে বলা হয় | মুহূর্তের মধ্যে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান। ট্রেনটির লাইনচ্যুত চাকা তোলার জন্য কাজ শুরু হয়। ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক কমানোর জন্য কথাও বলেন আধিকারিকরা। যাত্রীরা আস্বস্ত হয়ে অন্য ডাউন ট্রেন ধরে গন্তব্যের জন্য রওনা হন। রেলের তরফে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্টেশনের ওই চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। তবে ঘটনায় সামগ্রিক ট্রেন চলাচলে কোনও সমস্যা হয়নি। দমদম স্টেশনের ১,২,৩ ও ৫ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল করেছে। মেইন লাইন ও ডানকুনি শাখায় চলাচলে তেমন সমস্যা হয়নি। যদিও বনগাঁ শাখায় ট্রেন চলাচলে যথেষ্ট সমস্যা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *