Breaking News

এবার নিউটাউনে ২৫ একরে আইটেক পার্ক, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর !

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিউটাউন এলাকায় ২৫ একর জমিতে ইন্টারন্যাশানাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি হবে। ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । ইকো পার্ক, নিকো পার্ক নয়, এবার আইটেক পার্ক। পিপিপি মডেলে হবে এই পার্ক। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি। মমতা বলেন, ‘এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিও বড় ইন্ডাস্ট্রি। সমস্ত এক্সিবিশন, ইনফ্রাস্ট্রাকচার করা হয়েছে এখানে। কাজেই এটা একটা আন্তর্জাতিক মানের পার্ক হলে এটার নাম দিচ্ছি ইংরেজিতে ইন্টারন্যাশানাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক। শর্টে বলব (ITEC) আইটেক। এখানে আন্তর্জাতিক মানের অনেক কালচারাল ইভেন্ট করতে ওয়ার্ল্ডের বিভিন্ন নায়ক নায়িকারা আসেন। সারা পৃথিবীর। সারা দেশেরও আসেন। এতে আমাদের প্রচুর প্রোগ্রাম হবে। এটা একটা ট্যুরিজম থেকে শুরু করে এনটারটেইনমেন্ট থেকে শুরু করে ইনফরমেশন থেকে শুরু করে ইনোভেশন থেকে শুরু করে এই জায়গায়…জমিটা আমরা দিয়ে দিচ্ছি। ২৫ একর জমি। এখন টেন্ডার সহ যা যা করার হবে। বাংলায় নামটা হবে বিশ্ব অঙ্গন। কী মুখে হাসি নেই!’ বললেন মমতা।এরপর তিনি বলেন, ‘আপনারাও প্রোগ্রাম করতে যাবেন কভার করতে যাবেন। শুধু নেগেটিভ খবর দেখলে মানুষ দেখে। এই সব বড় বড় আন্তর্জাতিক মানের প্রোগ্রাম দেখতে মানুষ ভালোবাসে। অনেকেরই এমন একটা ডিমান্ড ছিল। কিন্তু একলপ্তে এতটা জমি কলকাতার কাছে ২৫ একর জমি পাওয়া এত কিছু করার পরে সেটা একটা ম্যাটার। বিজিবিএসের পর থেকেই এটা আমরা খুঁজছিলাম। আজকে আমরা সফল হয়েছি। জমিটা ক্লিয়ার করে দিয়েছি। টেন্ডারে যাব, বা যা করার হবে। ’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *