Breaking News

‘নেশার গ্রাসে যুবসমাজ’, সৃঞ্জয়ের মৃত্যুতে যুবসমাজকে নিয়ে কী বার্তা দিলেন দিলীপ?

প্রসেনজিৎ ধর, কলকাতা :-স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র সন্তান সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুতে শোকস্তব্ধ দিলীপ ঘোষ যুবসমাজের উপর নেশার কুপ্রভাব নিয়ে বার্তা দিলেন। একদিকে ব্যক্তিগত শোক, অন্যদিকে বর্তমান প্রজন্মের মধ্যে মাদকাসক্তির বেড়ে চলা প্রবণতা—এই দুটি বিষয়ের মিশেলে বুধবার সকালে তাঁর গলায় ঝরে পড়ল গভীর উদ্বেগ। দিলীপ বলেন, “আজকের যুবসমাজের মধ্যে নেশার যে কী প্রভাব, তার এটা একটা নমুনা।”তাঁর বার্তা, আজকালকার দিনে যুব সমাজের একটি বড় অংশ নেশার জালে জড়িয়ে পড়ছে। তার প্রভাব যে কত ভয়ঙ্কর হতে পারে, সৃঞ্জয়ের অকালমৃত্যুই তাঁর নমুনা। তাই এই বিষয়ে সকলেরই আরও সতর্ক ও সচেতন হওয়া উচিত। শুধুমাত্র সন্তানকে পড়াশোনা করালেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না।দিলীপের কথায়, ‘আজকে যুবসমাজের মধ্যে নেশার যে কী প্রভাব, তার এটা একটা নমুনা। ঠিক কী হয়েছিল, বলার আগেই তো ছেলেটা শেষ হয়ে গেল। আমাদের সবার কাছে এটা একটা বড় শিক্ষা। আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে? কী করছে? তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে দিলেই দায়িত্ব শেষ হয় না। তারপরও এতবড় রিস্ক থেকে যায়। এটাই চিন্তার বিষয়।’২৬ দিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই সময় থেকেই চর্চায় দিলীপপত্নীর প্রথমপক্ষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয়। বিয়েতে উপস্থিত না থাকলেও বারবার দিলীপের সঙ্গে তাঁর সুন্দর সম্পর্কের কথা জানা গিয়েছিল। মঙ্গলবার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ওই যুবকের। এরপরই জানা গিয়েছে, নেশা করতেন সৃঞ্জয়। একাধিক জটিল শারীরিক সমস্যা ছিল তাঁর। এই ঘটনাই নাড়িয়ে দিয়েছে দিলীপকে। বুধবার সৎছেলের মৃত্যু নিয়ে বলতে গিয়ে বর্তমান প্রজন্মকে নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *