প্রসেনজিৎ ধর, কলকাতা :- এন্টালিতে আড়াই কোটি টাকা লুটের ঘটনায় মিন্টু সরকার নামে কলকাতা পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করল কলকাতা পুলিশ| পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিন্টু কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের কনস্টেবল ছিলেন। মঙ্গলবার রাতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তাঁকে গ্রেফতার করে। ধৃতকে বুধবার শিয়ালদহ আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তাঁকে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।পুলিশের একটি সূত্রের দাবি, ডাকাতির ঘটনায় আগেই ধৃত ছ’জনকে জেরার সূত্রেই উঠে আসে পুলিশ কনস্টেবল মিন্টুর নাম। টানা জিজ্ঞাসাবাদের মুখে মিন্টু নিজের অপরাধ স্বীকার করেছে বলেও দাবি পুলিশের সংশ্লিষ্ট সূত্রের। এ ব্যাপারে কলকাতা পুলিশের কোনও কর্তার প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে ডাকাতির ঘটনায় খোদ কলকাতা পুলিশের কনস্টেবল জড়িয়ে থাকার বিষয়টি সামনে আসতেই শোরগোল ছড়িয়েছে। পুলিশ সূত্রের খবর, গত ৫ মে এন্টালিতে একটি বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার দুই কর্মী ট্যাক্সিতে করে দু’কোটি ৬৬ লক্ষ টাকা ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন। অভিযোগ, মাঝপথে জোর করে ট্যাক্সিতে দু’জন উঠে পড়ে। এরপর কামারডাঙার নির্জন এলাকায় নিয়ে গিয়ে টাকা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ওই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৭১ লক্ষ ১৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয় ৬ জনকে। সেই সূত্রেই এবার কলকাতা পুলিশ গ্রেফতার করল দফতরেরই এক কনস্টেবলকে।
Hindustan TV Bangla Bengali News Portal