Breaking News

৯ জুন শুরু বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশন!একাধিক বিল পেশের সম্ভাবনা

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- জুন মাসের ৯ তারিখ বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশন শুরু হবে বলে খবর। এই অধিবেশনে বেশ কয়েকটি বিল পেশ করা হতে পারে বলে সূত্রের খবর। এই বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশন দুই থেকে আড়াই সপ্তাহ চলতে পারে বলে বিধানসভা সূত্রে খবর। একাধিক বিল পেশ করা হবে এবং তা পাশ হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠতার জেরে। প্রধান বিরোধী দল কোন অবস্থান নেবেন সেটা এখনও স্পষ্ট নয়। এই অধিবেশনে ভারত–পাকিস্তান সংঘর্ষে শহিদ জওয়ান এবং বীর সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাতে প্রস্তাব আনা হবে।বৃহস্পতিবার বিধানসভায় একথা জানালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই গ্রীষ্মকালীন অধিবেশন শুরু হবে। অধিবেশনে রাজ্য সরকার একাধিক বিল আনতে চলেছে বলে খবর। রাজ্যপালের কাছে যাওয়া একটি বিল বিধানসভায় আসতে চলছে। এছাড়াও অনেকগুলি নতুন বিল পেশ করা হবে। সেইগুলির উপর বিস্তারিত আলোচনা করা হবে।বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “জুন মাসের ৯ তারিখ থেকে গ্রীষ্মকালীন অধিবেশন শুরু হওয়ার সম্ভবনা রয়েছে। তা দুই আড়াই সপ্তাহ চলতে পারে। রাজ্যপালের থেকে একটি বিল আসবে। এছাড়াও কয়েকটি বিল পেশ করা হবে। সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।” এবারও বিধানসভা শাসক–বিরোধীর তরজায় তপ্ত হয়ে উঠতে পারে। তবে অধিবেশন শুরু আগে সমস্ত বিধায়ককে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হবে। সই করে অন্যত্র চলে গেলে শোকজের মুখে পড়তে হতে পারে। আগে এই অনুপস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে জোর চর্চা হয়েছে। মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে একশো শতাংশ বিধায়কদের থাকতে হবে। শেষ বাজেট অধিবেশনে সরগরম হয়ে উঠেছিল বিধানসভা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *