প্রসেনজিৎ ধর, কলকাতা :- হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত ২২ এপ্রিল হার্টে ‘ব্লকেজ’ নিয়ে ইএম বাইপাসের ধারের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সেখানে ২৩ দিন ভর্তি থাকার পর অবশেষে বৃহস্পতিবার সকালে ছাড়া পেয়েছেন তিনি।গত এপ্রিল মাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস । প্রথমে খবর ছড়িয়েছিল যে তাঁর হার্টে ব্লকেজ পাওয়া গেছে। পরে রাজভবনের তরফে জানান হয়, রাজ্যপালের কাঁধে চোট। সেই কারণে চিকিৎসার জন্য প্রথমে কম্যান্ড হাসপাতালে এবং পরবর্তী সময়ে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার অবশেষে ছাড়া পেলেন বোস |বৃহস্পতিবার সকালেই রাজভবন থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, হাসপাতাল থেকে রাজভবনে ফিরেছেন রাজ্যপাল বোস। আপাতত তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। ওয়াকফ ইস্যুতে অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদে। সেখানের এলাকা পরিদর্শনে গেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে জেলা সফর থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal