দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। আর টাকা দিয়ে চাকরি পাওয়া অযোগ্যদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। যারা এই টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলি তুলে আজ, বৃহস্পতিবার ধুন্ধুমার কাণ্ড ঘটল সল্টলেকের বিকাশ ভবনে। আজ বিকাশ ভবন অভিযানে নামে চাকরিহারা যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চ। বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত ছিল কলকাতা পুলিশ|চাকরি ফেরানোর দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই চাকরিহারা ও পুলিশের ধস্তাধস্তিতে বিকাশ ভবনের সামনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিকেলে সাংবাদিক বৈঠক করেন চাকরিহারা শিক্ষকরা। সেখানেই শিক্ষকতার চাকরিতেই তাঁদের বহাল রাখার দাবিতে সরব হন চাকরিহারা শিক্ষকরা। সেখানেই আন্দোলনকারী এক শিক্ষক মেহবুব বলেন, “আমরা মনে করছি সবচেয়ে চূড়ান্ত ক্ষমতা মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে। আমরা যে দাবি করছি তা একমাত্র তিনিই পূরণ করতে পারবেন।” তা কীভাবে পূর্ণ করা হবে তা জানানোর দাবি তুলেছেন চাকরিহারারা।পুলিশের পক্ষ থেকে বিকাশ ভবনের সামনে ব্যারিকেড তৈরি করা হয়। লোহার প্রধান ফটক লাগানো হয়। বাইরে তখন হাজার হাজার চাকরিহারা যোগ্য শিক্ষক–শিক্ষিকারা আওয়াজ তুলছেন। তাঁদের হাতের প্ল্যাকার্ডে লেখা, ‘চোরেদের বিচার চাই, আমাদের চাকরি ফেরত চাই।’ চাকরিহারারা বলেন, ‘অনেক আশ্বাস শুনেছি। আর নয়। অবিলম্বে যোগ্যদের প্রার্থী তালিকা প্রকাশ করতে হবে। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে দিতে হবে।’ ব্যারিকেড ভেঙে চাকরিহারারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। বিকাশভবনের গেট ভেঙে ফেলে ভিতরে ঢুকে পড়েন চাকরিহারারা। তখন উত্তেজনা তৈরি হয়।
Hindustan TV Bangla Bengali News Portal