দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সাংগঠনিক রদবদল নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। শুক্রবার তাতে সিলমোহর পড়ল। একাধিক জেলা সংগঠনে রদবদল করল তৃণমূল। বীরভূম এবং কলকাতা উত্তরে জেলা সভাপতির পদ বাদ দিয়ে কোর কমিটিতে আস্থা রাখা হল। দুই জেলারই বিধায়কদের নিয়ে তৈরি হল কোর কমিটি। বীরভূমের ৭ সদস্যের কোর কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর আর আলাদা করে কোনও পদ রইল না। এখন থেকে শুধুমাত্র কোর কমিটির সদস্য তিনি। এছাড়া উত্তর কলকাতায় ৯ জন বিধায়ককে নিয়ে তৈরি হল কোর কমিটি।এখানেও জেলা সভাপতি পদ বাদ দিয়ে তৈরি করে দেওয়া হল কোর কমিটি। ৯ সদস্যের এই কোর কমিটিতে রয়েছেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, অতীন ঘোষ, শশী পাঁজা, পরেশ পাল, সুপ্তি পাণ্ডে, স্বর্ণকমল সাহা, স্বপন সমাদ্দার, জীবন সাহা, বিবেক গুপ্ত। এতদিন কলকাতা উত্তরের জেলা সভাপতির পদ সামলেছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার জেলা চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
নতুন তালিকায় নজরে পড়ার মতোই কিছু ঘটনা রয়েছে। যেমন শুভেন্দু অধিকারীর জেলা বলে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলা। কাঁথি সাংগঠনিক জেলায় পীযূষ পণ্ডা ছিলেন জেলা সভাপতি। তা অপরিবর্তিত রাখা হল। কিন্তু তমলুক সাংগঠনিক জেলার সভাপতি বদল করে দেওয়া হল। অসিত চট্টোপাধ্যায়ের পরিবর্তে সেখানে জেলা সভাপতি করা হয়েছে সুজিত কুমার রায়কে।জেলা সভাপতি বদল করা হল হাওড়াতেও। হাওড়া গ্রামীণে জেলা সভাপতি ছিলেন অরুণাভ সেন। তাঁকে সরানো হয়নি। তবে হাওড়া শহর সাংগঠনিক জেলার সভাপতি বদল করা হয়েছে। কল্যাণ ঘোষের পরিবর্তে গৌতম চৌধুরীকে দেওয়া হয়েছে হাওড়া শহর সাংগঠনিক জেলার সভাপতি পদ। তবে হাওড়া সদরে চেয়ারম্যান পদে থাকছেন মন্ত্রী অরূপ রায়।
Hindustan TV Bangla Bengali News Portal