প্রসেনজিৎ ধর:- আর বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি রইলেন না অনুব্রত মণ্ডল। শুধু তা-ই নয়, ওই জেলায় জেলা সভাপতি পদই আর রাখল না শাসকদল। তা তুলে দেওয়া হল।তার বদলে বীরভূম জেলার সাংগঠনিক দায়িত্ব সামলানোর ভার দেওয়া হয়েছে কোর কমিটিকে৷ সেই কোর কমিটির চেয়ারম্যান করা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে৷ সেই কোর কমিটির সাধারণ সদস্য করা অনুব্রত মণ্ডলকে | তবে কোর কমিটিতে থাকলেও তৃণমূলের এই পদক্ষেপে অনুব্রতর গুরুত্ব কমল বলেই মনে করা হচ্ছে| ওই কোর কমিটিতে অনুব্রতর মতোই সদস্য হিসেবে জায়গা পেয়েছেন তাঁর বিরোধী শিবিরের নেতা হিসেবে পরিচিত কাজল শেখ | প্রসঙ্গত,গত দেড় মাস জেলা তৃণমূলের কোর কমিটির কোনও বৈঠক হয়নি। কেষ্ট তাঁর পারিষদদের নিয়ে ব্লকে ব্লকে কর্মসূচি করে ২০২৬ সালের ভোটের প্রস্তুতি বৈঠকে অনুব্রতের সেই কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে রাখছেন কোর কমিটির অন্যতম সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ| ঘটনাচক্রে, সেই খবর প্রকাশের কয়েক ঘণ্টা পরেই বীরভূম জেলা তৃণমূলের সভাপতি পদই তুলে দিলেন শীর্ষ নেতৃত্ব শুধু বীরভূম নয়, এ দিন রাজ্যের প্রায় সবজেলাতেই সাংগঠনিক রদবদল করেছে তৃণমূল৷ অধিকাংশ জায়গাতেই জেলা সভাপতির পদ তুলে দিয়ে কোর কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ তার মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ বীরভূম| কারণ কাগজে কলমে অনুব্রত আর বীরভূমে দলের শেষ কথা থাকলেন না| তাঁর মাথার উপরে বসানো হল আশিস বন্দ্যোপাধ্যায়কে |
Hindustan TV Bangla Bengali News Portal