প্রসেনজিৎ ধর, হুগলি:- শুক্রবার উত্তরপাড়া শহরের সমস্ত স্কুলের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রথম ২ জন ছাত্রছাত্রী ও শহরের চার জন কৃতী খেলোয়াড়কে সংবর্ধনা দিল উত্তরপাড়া কোতরং পুরসভা। শহরের মোট ৯৪ জন ছাত্রছাত্রীকে কৃতিত্বের স্বাক্ষর স্বরূপ তাদের হাতে বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী তুলে দিয়ে তাদের সম্মানিত করে পুরসভা। এদিন উত্তরপাড়ার গণভবনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানের আয়োজন করে পুরসভার পক্ষ থেকে বিভিন্ন কাউন্সিলার, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই পুরস্কার ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন।
ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার এই অনুষ্ঠানের সময় যে ছবি তোলা হয় অনুষ্ঠান শেষে সেই ছবিসহ শংসাপত্র প্রত্যেক ছাত্র-ছাত্রীর হাতে তুলে দেওয়া হয়। পুরসভার এই উদ্যোগকে উত্তরপাড়াবাসী স্বাগত জানিয়েছেন।উত্তরপাড়া কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানান পুরসভার নিজস্ব কাজের বাইরে শিক্ষাক্ষেত্রে ও সামাজিক ক্ষেত্রে পুরসভার সব সময় একটা দায়িত্ব থাকে। বিশেষ করে ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে তারা ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই উৎসাহ পায়। এছাড়া বিখ্যাত ব্যক্তি মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, নেতাজী সুভাষচন্দ্র বসু, এপিজে আবদুল কালামের আত্মজীবনী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়ার প্রসঙ্গে দিলীপ যাদব বলেন এইসব ব্যক্তিদের জীবনী সম্পর্কে জানলে ছাত্রছাত্রীরা তাদের নিজের জীবনকে অনেকটাই সমৃদ্ধ করতে পারবে।
Hindustan TV Bangla Bengali News Portal